বন্দীকে মারধরের অভিযোগ কারারক্ষীর বিরুদ্ধে

নিউজ ডেস্ক , ১৯শে ডিসেম্বর , জলপাইগুড়ি : বিচারাধীন বন্দিকে মারধর করার অভিযোগ উঠল কারারক্ষীর বিরুদ্ধে। সোমবার জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা জানার পরেই ওই বন্দির পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় সংশোধনাগারের গেটে বিক্ষোভ দেখানো হয়।

সেই সাথে এই মারধরের ঘটনায় অভিযুক্ত কারারক্ষী দীপঙ্কর হালদারের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বিচারাধীন বন্দির স্ত্রী লক্ষ্মী রাজবংশী। তিনি জানান স্বামীকে বেধরক মারধর করা হয়েছে। বর্তমানে তাঁর স্বামী জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবার সুত্রের খবর জলপাইগুড়ি শহর সংলগ্ন টিবি হাসপাতাল রোড সারদাপল্লী এলাকার বাসিন্দা সানি রাজবংশীকে, গত ১০ এপ্রিল গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছিল জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ। আদালতের নির্দেশে সানি বর্তমানে বিচারাধীন বন্দী হিসেবে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের রয়েছে। হঠাৎ করেই এদিন সকালে তাকে মারধর করার খবর আসে পরিবারের কাছে। এরপর জানা যায় সানিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সানির স্ত্রী লক্ষ্মী রাজবংশী বলেন,”আমার স্বামীকে মারধর করেছে জেল পুলিশ৷ তাছাড়া বিনা কারণে বাড়ি থেকে ডেকে গাঁজা কেস দিয়ে গ্রেফতার করে পুলিশ৷ কেন মারধর করা হল তা নিয়ে জেলা পুলিশ সুপারকে তদন্তের জন্য লিখিত আবেদন করেছি।

Next Post

পথ দূর্ঘটনায় মৃত শ্রমিক

Tue Dec 20 , 2022
নিউজ ডেস্ক,২০ই ডিসেম্বর: পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম টিঙ্কু মুর্মু (৩০)। বাড়ি দঃ সোহারই এলাকায়। স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম