নিউজ ডেস্ক, ২৪ অক্টোবর : একের পর এক ম্যাচে বিপর্যয়। মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে কার্যত দিশেহারা অবস্থা চেন্নাই ব্রিগেডের। কোন উইকেট না হারিয়েই খুব সহজে জয় ছিনিয়ে নিলো মুম্বাই ইন্ডিয়ান্স। সারজা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ধোনির চেন্নাই কে ব্যাট করতে পাঠায় মুম্বাই। ম্যাচে রোহিত শর্মা হ্যামস্ট্রিং এ চোট থাকায় খেলতে না পারার দরুন ক্যাপ্টেন হন কিরণ পোলার্ড।
ব্যাট করতে নেমে কার্যত মুম্বাই এর বোলিং ব্রিগেডের সামনে দিশেহারা হয়ে যায় সি এস কের ব্যাটিং লাইন আপ। গাইকোয়াড ৫ বলে ০, ফ্যাফ ডু প্লেসিস ৭ বলে ১, রায়ডু ৩ বলে ২, জাগাদিশান ১ বলে ০, ধোনি ১৬ বলে ১৬, রবীন্দ্র জাদেজা ৬ বলে ৭, দীপক চাহার ৫ বলে ০, শার্দূল ঠাকুর ২০ বলে ১১, স্যাম কারেন ৪৭ বলে ৫২ রানে প্যাভিলিয়নে ফেরেন। শুধুমাত্র ইমরান তাহির ১০ বলে ১৩ রানে অপরাজিত থাকে। তবে চেন্নাই এর হয়ে স্যাম কারেন এর ইনিংস অনবদ্য। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১১৪ রান করে সি এস কে। জবাবে ব্যাট করতে নেমে কুইন্টিন ডি ককের ৩৭ বলে অপরাজিত ৪৬ এবং ঈশান কিষানের ৩৭ বলে অপরাজিত ৬৮ রানের সুবাদে ৪৬ বল বাকি থাকতেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। ফলে ১০ উইকেটে ম্যাচটি পকেটে পুরে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। শনিবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস এবং দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ।