নিউজ ডেস্ক , ২৩ অক্টোবর : সপ্তমীর দুপুরেই খারাপ খবর। হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ প্রাক্তন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব। বর্তমানে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। ইতিমধ্যেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থণা জানিয়েছেন ক্রীড়াপ্রেমী মানুষেরা।
যদিও চিকিৎসকরা তাঁর উপর নজর রেখে চলছেন সর্বক্ষণ। ১৯৮৩ সালে তাঁর সুযোগ্য নেতৃত্বে ভারতের ঝুলিতে আসে বিশ্বকাপ। দেশের হয়ে ১৩১টি টেস্ট খেলেছেন কপিল। রয়েছে ৫২৪৮ রানের রেকর্ড। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দুর্দান্ত রেকর্ড করেছেন। ঝুলিতে রয়েছে ৪৩৪টি উইকেট। এছাড়াও ২২৫টি ওয়ানডে খেলে ২৫৩টি উইকেট নেওয়ার সঙ্গে ৩৭৮৩ রান করেন। কপিল দেবের অধিনায়কত্বেই ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ ছিনিয়ে আনে ভারত। এহেন কিংবদন্তী ক্রিকেটার গুরুতর অসুস্থ হয়ে পড়ায় মন ভালো নেই ক্রীড়াপ্রেমীদের।