নিউজ ডেস্ক, ২৯ সেপ্টেম্বর : পোলার্ড এবং ঈশান কিষাণের অনবদ্য ইনিংস, তা সত্বেও জিততে পারল না মুম্বাই ইন্ডিয়ান্স। ২০২ রান লক্ষ্যমাত্রা, আর সেই রান তাড়া করে ২০২ রানেই পৌঁছয় মুম্বাই। শেষ পর্যন্ত সুপার ওভারে শেষ বলে চারের সুবাদে জয়ী হয় আর সি বি।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠায় মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম থেকেই ব্যাটিং এ আক্রমণাত্মক ভাবে শুরূ করে ব্যাঙ্গালোর শিবিরের ওপেনার দেবদূত পাডিক্যাল এবং অ্যারন ফিঞ্চ। বেশ অনেক রঙের পার্টনারশিপ গড়েন তারা। দেবদূত পাডিক্যাল ৪০ বলে ৫৪ এবং অ্যারন ফিঞ্চ ৩৫ বলে ৫২ রানে প্যাভিলিয়নে ফেরেন। পরবর্তীতে অধিনায়ক বিরাট কোহলি নামলেও ১১ বলে মাত্র ৩ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তবে এরপর ব্যাট হাতে নামা এ বি ডিভিলিয়ার্স শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান, তার সঙ্গ দেন এস.ডুবে। এ বি ডির অপরাজিত ২৪ বলে ৫৪ এবং এস.ডুবের অপরাজিত ১০ বলে ২৭ রানের সুবাদে মাত্র ৩ উইকেট হারিয়ে ২০১ রানে পৌঁছে যায় আর সি বি।
জবাবে ব্যাট করতে নেমে বড় রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ধরাশায়ী হয়ে যায় মুম্বাই শিবির। রোহিত শর্মা ৮ বলে ৮, সূর্য্যকুমার যাদব ২ বলে ০, কুইন্টেন ডি কক ১৫ বলে ১৪, হার্ডিক পাণ্ডিয়া ১৩ বলে ১৫, ঈশান কিষাণ ৫৮ বলে ৯৯ রানে প্যাভিলিয়নে ফেরেন। কিরণ পোলার্ড অপরাজিত ২৪ বলে ৬০ রানে। ঈশান কিষাণ যখন আউট যান তখন মুম্বাই এর শেষ বলে দরকার ৫ রান সে মুহুর্তে কিরণ পোলার্ডের ৪ রানের সুবাদে ২০২ রানেই ৫ উইকেটের বিনিময়ে শেষ করে মুম্বাই। যার ফলে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। আর সি বির হয়ে অসাধারণ বোলিং করেন ওয়াসিংটন সুন্দর। নির্ধারিত ৪ ওভারে ১২ রান দিয়ে ১ উইকেট (ইকোনমি-৩.০০) নিয়েছেন তিনি।
সুপার ওভারে প্রথমে মুম্বাই এর হয়ে ব্যাটিং করতে নামেন কিরণ পোলার্ড এবং হার্ডিক পাণ্ডিয়া। পোলার্ড আউট যান পরবর্তীতে নামেন রোহিত শর্মা। সুপার ওভারে ১ উইকেটের বিনিময়ে ৭ রান করে মুম্বাই। জবাবে সুপার ওভারে আর সি বির হয়ে ব্যাট করতে নামেন বিরাট কোহলি এবং এ বি ডিভিলিয়ার্স। প্রথম বলে ১ রান, দ্বিতীয় বলে ১ রান, তৃতীয় বলে ০ রান, চতুর্থ বলে ৪ রান, পঞ্চম বলে ১ রান, ষষ্ঠ বলে ৪ রানের সুবাদে ম্যাচটি জয়ী হয় আর সি বি। ফলে ম্যাচে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
পরবর্তী ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ।