নিউজ ডেস্ক , ২৮ ডিসেম্বর : আসন্ন নির্বাচনের আগে রাজ্যবাসীর স্বার্থে “দুয়ারে দুয়ারে সরকার” কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই কর্মসূচিতে মিলেছে সাফল্য। এবার “পাড়ায় পাড়ায় সমাধান” কর্মসূচির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার বোলপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, খুব বড় প্রকল্প নয়, কিন্তু ছোট ছোট সমস্যার সুরাহা “পাড়ায় পাড়ায় সমাধান” কর্মসূচির মাধ্যমে করা হবে।
ঠিক কীভাবে এই কর্মসূচির মাধ্যমে প্রত্যেকের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া হবে, তার বিস্তারিত ব্যাখ্যা দেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ‘”দুয়ারে সরকার’”–এর পাশাপাশি চলবে নতুন কর্মসূচি “পাড়ায় পাড়ায় সমাধান”। এলাকাভিত্তিক পরিকাঠামোগত ও পরিষেবাগত বিভিন্ন ছোট ছোট সমস্যায় সমাধান হবে ‘”পাড়ায় পাড়ায় সমাধান” কর্মসূচিতে। এই কর্মসূচি চলবে ২০২১ সালের ২ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মুখ্যসচিব বলেন, হাসপাতাল আছে, অ্যাম্বল্যান্স নেই, পাইপলাইন পৌঁছেছে কিন্তু কোনও কারণে জল আসছে না বা স্কুলে আর একটি শ্রেণিকক্ষের প্রয়োজন— এমন কিছু সমস্যার সমাধান করা হবে এই কর্মসূচির মাধ্যমে। এদিন “দুয়ারে সরকার” কর্মসূচিতে কর্মরতদেরকেও উৎসাহ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। “দুয়ারে সরকার” এর পর এবার “পাড়ায় পাড়ায় সমাধান” কর্মসূচি সফল করতেও প্রস্তুত রাজ্য সরকার। “দুয়ারে সরকার” কর্মসূচিকে গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “দুয়ারে সরকার” কর্মসূচিতে কাউকে ফেরানো যাবে না। উল্লেখ্য, ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রকল্প।