নিউজ ডেস্ক , ৩০ ডিসেম্বর : এইমস। যার পুরো নাম অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স। স্বাধীনতার পর থেকে উন্নত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়ে থাকা উত্তরবঙ্গের কোটি কোটি সাধারণ মানুষের চিকিৎসার জন্য এইমসের মতো আধুনিক উন্নতমানের হাসপাতাল রায়গঞ্জে গড়ে তোলার স্বপ্ন দেখিয়ে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সী।
মূলত তাঁর উদ্যোগেই ইউ পি এ (১) সরকারের আমলে ২০০৯ সালের ৫ ই ফেব্রুয়ারী অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় ক্যাবিনেট রায়গঞ্জে এইমস স্থাপনের বিষয়টি মঞ্জুর করে। এরপর রায়গঞ্জের কুলিক নদীর ওপর দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কিন্তু সাধারণ মানুষের জন্য যে স্বপ্ন দেখেছিলেন তিনি সেই স্বপ্নের যে অপমৃত্যু ঘটেছে তা আর বলার অপেক্ষা রাখে না। তাঁর স্বপ্নের এইমস এখন নদীয়া জেলার কল্যাণীতে উদ্ধোধনের অপেক্ষায় দিন গুণছে। জানা গিয়েছে, নদীয়ার কল্যাণীতে নতুন বছরের গোড়াতেই চালু হচ্ছে বহু প্রতীক্ষিত এইমস। প্রাথমিক পর্যায়ে সীমিত সংখ্যক বিভাগ নিয়ে আউটডোর শুরু হবে বলে জানিয়েছেন হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর ডঃ রামজী সিং। আপাতত চালু হচ্ছে মেডিসিন, শল্য, স্ত্রীরোগ, ইএনটি, চর্মরোগ এবং মানসিক বিভাগ। পুরোদস্তুর বহির্বিভাগ শুরু হবে এপ্রিল মাস নাগাদ। ৩০০ শয্যার ইনডোর বিভাগ চালু হবে আগামী সেপ্টেম্বরে। হাসপাতাল ভবন নির্মাণের কাজ শেষ হওয়ার পর পর্যায়ক্রমে শয্যা সংখ্যা বাড়ানো হবে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাওয়ার পর রাজ্য সরকারের দেওয়া জমিতে ২০১৫ সালে এইমস হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্প ব্যয় ধরা হয় ১২০০ কোটি টাকা। উল্লেখ্য, প্রাক্তন কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রচেষ্টাতেই ২০০৯ সালের ৫ ই ফেব্রুয়ারী রায়গঞ্জে এইমস হাসপাতাল মঞ্জুর করে তৎকালীন কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার(১)। এই উন্নত আধুনিক মানের হাসপাতালের জন্য ৯৬০ টি বেড বা শয্যা, ৩৯ টি স্পেশাল ও সুপার স্পেশালিটি বিভাগ থাকার কথা ছিল। প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায় রায়গঞ্জে এই এইমস হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এই হাসপাতাল নির্মাণের জন্য প্রাথমিক পর্যায়ে ৮২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই সময় রাজ্যে বাম সরকারকে এইমস হাসপাতাল স্থাপনের জন্য প্রয়োজনীয় ১০০ একর জমি, বিদ্যুৎ, পানীয় জল, রাস্তাঘাট সহ অন্যান্য পরিকাঠামো গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে বলা হয়েছিল কেন্দ্রের তরফে। কিন্তু রায়গঞ্জে এইমস কেন হল না তা সর্বজনবিদিত। তবে যেখানে উত্তরবঙ্গের মানুষকে আধুনিক চিকিৎসা পরিষেবা পেতে গেলে হয় প্রতিনিয়ত কলকাতা কিংবা দক্ষিণ ভারতে ছুটতে হয় সেখানে রায়গঞ্জে কেন আরেকটি এইমস হাসপাতাল স্থাপন করা হবে না তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই এনিয়ে সোচ্চার হয়েছেন উত্তরবঙ্গের সাধারণ মানুষ। উত্তরবঙ্গের মানুষ চাইছেন অবিলম্বে রায়গঞ্জে আরেকটি এইমস হাসপাতাল স্থাপনের ব্যাপারে উদ্যোগ নিক বর্তমান কেন্দ্রীয় সরকার।