নিউজ ডেস্ক , ২৮ ডিসেম্বর : প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমলেন্দু সান্যাল। শনিবার রাতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমলেন্দু সান্যাল বার্ধক্যজনিত অসুস্থতার কারণে কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। রবিবার ভোরে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি রাজ্যে পঞ্চম বামফ্রন্ট সরকারে পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন কমরেড কমলেন্দু সান্যাল। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত রাজ্যের ভূমি সংস্কার দপ্তর এর প্রতিমন্ত্রী ছিলেন। সিপিআই(এম) নদীয়া জেলা কমিটি তথা সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য, বামফ্রন্ট সরকারের মন্ত্রী, নদীয়া জেলায় ডিওয়াইএফআই-র নেতা এবং বর্তমানে সিপিআই(এম) তেহট্ট দক্ষিণ এরিয়া কমিটির সদস্য সর্বজনশ্রদ্ধেয় কমরেড কমলেন্দু সান্যালের মৃত্যুতে জেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আজীবন তিনি বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এদিন সিপিএমের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়।