নিউজ ডেস্ক , অপরাজিতা জোয়ারদার : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর ঘটনায় আজ রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করলো সিবিআই। আত্মহত্যা, আত্মহত্যায় প্ররোচনা নাকি পরিচিত কেউ বা কারা হত্যা করেছে সুশান্তকে সেই রহস্যভেদে দেশের তিন তিনটি তদন্ত সংস্থা কাজ শুরু করেছে। সিবিআই, ইডি এবং মাদক নিয়ন্ত্রণ ব্যুরো বা এনসিবি। শুক্রবার রিয়াকে ফের জেরা করেছে সিবিআই। নুপূর প্রসাদ ও তাঁর তদন্তকারী দল রিয়াকে এদিন জিজ্ঞাসাবাদ করেন। সম্প্রতি সুশান্তের বাবা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ আনেন। সিবিআই তরফ থেকে প্রায় ২০ টি প্রশ্ন করা হয়। প্রধান যেসব প্রশ্ন করা হয়েছে সেগুলি হল –
* কে প্রথম সুশান্তের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল? সেইসময় তিনি কোথায় ছিলেন?
* মৃত্যুর খবর শোনা মাত্র তিনি কি বান্দ্রার বাড়িতে এসেছিলেন? কখন এবং কোথা তিনি সুশান্তের মৃতদেহ দেখেন?
* কি কারণে ৮ জুন সুশান্ত সিং রাজপুতের বাড়ি ছেড়ে ছিলেন তিনি?
* সুশান্তের বাড়ি ছাড়ার পর ৯ জুন থেকে ১৪ জুনের মধ্যে তাদের মধ্যে কি কোনও যোগাযোগ হয়েছিল?
* সুশান্ত সিং কি এটা নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন তাঁর মৃত্যুর আগে পর্যন্ত?
* সুশান্ত সিং রাজপুত কি তার পরিবারের কোনও সদস্যের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন? *সুশান্ত সিং রাজপুতের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এবং তিনি যে চিকিৎসা নিচ্ছেন, তার বিশদ বিবরণ।
* সুশান্ত সিং রাজপুতের পরিবারের সঙ্গে রিয়া চক্রবর্তীর সম্পর্ক কেমন ছিল?
* তাদের মধ্যে কে প্রথম সম্পর্কে জড়ান?
* ইউরোপ ট্যুরে কি হয়েছিলো? *সুশান্তের ব্যাঙ্কিং পিন কিভাবে পেলেন রিয়া?
* সুশান্তের বাবার ফোন কেন ধরছিলেন না রিয়া? এসবও প্রশ্নও করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার বিবরণ জানতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলে। এতে কান্নায় ভেঙে পড়েন রিয়া চক্রবর্তী।