নিজস্ব সংবাদদাতা , গাজোল , ১১ অক্টোবর : গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিন গাজোলের শিলচাঁদ হাইস্কুলের নবকুমার হেমব্রম মঞ্চে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে এদিনের সভা আয়োজিত হয়। এদিনের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর দুলাল সরকার, বিধায়ক দিপালী বিশ্বাস, রেজিনা পারভিন, মহঃ মোয়াজ্জেম হোসেন সহ তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকরা। ২০২১ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সকলকে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা দেওয়া হয় এদিনের সভার মধ্যে দিয়ে। পাশাপাশি এদিন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গুলি উপস্থিত ব্যাক্তিবর্গের সামনে তুলে ধরা হয়।
Next Post
প্রাচীনত্বের আবহে আজো উজ্জ্বল চূড়ামন রাজবাড়ীর পূজা
Sun Oct 11 , 2020
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১১ অক্টোবর : ইটাহার ব্লকের অন্তর্গত চূড়ামন রাজবাড়ীর দুর্গাপূজা প্রাচীনত্বের আবহে আজও উজ্জ্বল। তবে আধুনিক প্রজন্মের কেউ যদি এখানকার পূজা দেখতে আসেন তাহলে একটু হতাশ হবেন বৈকী। কারন রাজবাড়ির সেই জাঁকজমকপূর্ণ পরিবেশ […]
