নিজস্ব সংবাদদাতা , মালদা , ১১ অক্টোবর : প্রতি বছরের মতো এবারেও দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু এবারে অনুদানের পরিমাণ ৫০ হাজার টাকা। কারণ এই করোনা আবহে পুজো উদ্যোক্তারা চাঁদা সংগ্রহ করতে পারছে না। তাই রাজ্যের পুজো কমিটিগুলিকে এই আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়। তাই রবিবার মালদা জেলার মানিকচক এলাকার ৩৬ টি পুজো কমিটিকে অনুদানের চেক তুলে দেওয়া হল থানার পক্ষ থেকে। পুজো কমিটিগুলিকে ৫০,০০০ টাকার চেক তুলে দেন মানিকচক থানার ওসি গৌতম চৌধুরী। এদিনের কর্মসূচীতে মানিকচক থানার ওসি গৌতম চৌধুরী ছাড়াও পুলিশ ও প্রশাসনের আধিকারিক, পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মানিকচক থানার ওসি গৌতম চৌধুরী পুজো কমিটির হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন কোভিড গাইডলাইন মেনে চলা, করোনার স্বাস্থ্যবিধি সম্পর্কে পুজো কমিটিগুলোকে মেনে চলার আবেদন জানান।
অপরদিকে রবিবার মালদা জেলার পুকুরিয়া থানার অন্তর্গত ২৭ টি পুজো কমিটিকে অনুদানের চেক তুলে দেওয়া হল থানার পক্ষ থেকে। পুজো কমিটিগুলিকে ৫০,০০০ টাকার চেক তুলে দেন পুকুরিয়া থানার ওসি ছোটন প্রসাদ। এদিনের কর্মসূচীতে পুকুরিয়া থানার ওসি ছোটন প্রসাদ ছাড়াও পুলিশ ও প্রশাসনের আধিকারিক, পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে করোনা আবহের মধ্যে মুখ্যমন্ত্রীর ৫০ হাজার টাকা অনুদান পেয়ে খুশি পুজো কমিটির উদ্যোক্তারা।