করোনা পরিস্থিতিতে পুজো উপলক্ষ্যে ছোট শিশুদের মধ্যে নতুন বস্ত্র এবং শিক্ষা সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতিতে পুজো উপলক্ষ্যে ছোট শিশুদের মধ্যে নতুন বস্ত্র এবং শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ১১ অক্টোবর : পুজোর আগে প্রভাত ফাউন্ডেশন এবং বেঙ্গল ইউথ পাওয়ার নামের দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে গরীব দুঃস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র, কচিকাচা পড়ুয়াদের মধ্যে খাতা বই এবং এলাকার সবুজায়নের লক্ষ্যে বৃক্ষের চারা বিতরণ করা হল মানিকচক হাসপাতাল চত্বরে।

উল্লেখ্য, করোনার সংক্রমণের নিরিখে ব্রাজিল কে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। সংক্রমণে লাগাম টানতে চলছে লকডাউন। পাশাপাশি আমফানে বিপর্যস্ত গোটা বাংলা। এছাড়াও দীর্ঘ বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। এই পরিস্থিতিতে কাজ হারিয়ে বহু মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে কিভাবে করা হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন বিভিন্ন শিল্পী থেকে শুরূ করে কচিকাচারা। পুজোয় তাদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ নিয়েছে এই দুটি সংগঠন। রবিবার কয়েকশো দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি এলাকার সবুজায়ন বজায় রাখতে বিভিন্ন রকম বৃক্ষের চারা বিতরণ করা হয় এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের মধ্যে খাতা বই তুলে দেওয়া হয় সংগঠনগুলোর পক্ষ থেকে। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, স্বাস্থ্য আধিকারিক ডাঃ হেম নারায়ণ ঝা সহ দুই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

Next Post

ঘরোয়া গুণে সমৃদ্ধ অ্যালোভেরার নানান উপকারিতা

Sun Oct 11 , 2020
নিউজ ডেস্ক :  রুপচর্চার ক্ষেত্রে অ্যালোভেরার বহুল প্রচলন চলে আসছে সুদুর প্রাচীনকাল থেকেই। আয়ুর্বেদ শাস্ত্রেও অ্যালোভেরা ব্যবহারের নিদর্শন রয়েছে।বাংলায় অ্যালোভেরা ঘৃতকুমারী নামে পরিচিত। বর্তমান সময়েও অ্যালোভেরার জনপ্রিয়তা একটুও কমেনি।অনেকেরই বাড়ির কিচেন গার্ডেনে কিংবা বাগানে অ্যালোভেরা গাছ লাগানো থাকে।এই উদ্ভিদ হৃদযন্ত্র,স্নায়ুতন্ত্র,মুখের ঘা,পেটের সমস্যা,রূপ-সৌন্দর্য তৈরি করতে ও আরো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। […]

আপনার পছন্দের সংবাদ