নিউজ ডেস্ক , ০৮ নভেম্বর : দূর্ঘটনাগ্রস্ত গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। বুধবার ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মের্ধাগছ এলাকায়।জানা গিয়েছে, এদিন রায়গঞ্জ অভিমুখী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এলাকায় রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে আঘাত করে পাশে থাকা দোকানে ঢুকে যায়। দূর্ঘটনার অভিঘাতে উলটে যায় গাড়িটি।
দূর্ঘটনার পর স্থানীয়রা আসার আগেই পালিয়ে যায় আরোহী এক ব্যক্তি। কিন্তু চালকের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উদ্ধার করে চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।অন্যদিকে গাড়িটি তল্লাশি করতেই গাড়ীর পেছনের সিটের নিচ থেকে প্রচুর পরিমাণে গাঁজা ভর্তি প্যাকেট উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজারদর কয়েক লক্ষ টাকা।
তারাপীঠের মহাসাধক বামাক্ষ্যাপার বংশধরদের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে আরাধনা করা হয় এখানে
পুলিশ গাঁজা সহ গাড়িটিকে আটক করে চোপড়া থানায় নিয়ে যায়। দ্রুতগতিতে থাকার কারণে এই দূর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশ। তবে কোথা থেকে এই গাজাগুলি নিয়ে আসা হচ্ছিলো তা খতিয়ে দেখছে পুলিশ।