নিউজ ডেস্ক, মালদা, ২৪ সেপ্টেম্বর : পুরোনো বিস্ফোরণ মামলায় জাতীয় তদন্তকারী সংস্থার জালে(এন-আই-এ) ধরা পড়ল ঝাড়খন্ড সীমানা লাগুয়া মালদহের ভুতনি এলাকার এক যুবক। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে যায় এনআইএ (NIA)। এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে মানিকচক তথা মালদহ জেলা জুড়েই।
জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সিদ্ধার্থ মণ্ডল, বাড়ি ভুতনি থানার হীরানন্দপুর গ্রামপঞ্চায়েতের হরচনপুরের বাসিন্দা । গত, ৫ই জানুয়ারি মানিকচকের মথুরাপুরের কাকরিবাঁধায় অত্যাধুনিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছিলেন বেশ কয়েকজন।তাতে ব্যবহার হয় অন্য রকমের বোমা। জেলাতে এমন ধরনের বোমা উদ্ধার প্রথম বলে দাবি করেন পুলিশের তদন্তকারী কর্তারা। এই ঘটনায় নজর রাখছিল এনআইএ। প্রায় দুমাস আগে জিজ্ঞাসাবাদের জন্য এনআইএ ফরাক্কায় সিদ্ধার্থকে ডেকে পাঠায়। সেই সময় জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।
স্থানীয়সুত্রে জানা গিয়েছে, সিদ্ধার্থদের বাড়ি ছিল ঝাড়খন্ডে। এখনও ঝাড়খন্ডের ভোটের তালিকায় নাম রয়েছে সিদ্ধার্থের বাবা মানিক মণ্ডল ও মা মঞ্জুর। গ্রামের স্কুলে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা সিদ্ধার্থের। সেই সময়ও ধর্ষণের ঘটনায় নাম জড়িয়ে গ্রেফতার হয়েছিল সে। সিদ্ধার্থের বাবা মানিক মন্ডল বলেন, কোথা থেকে সে বোমা বানানো শিখেছে, কিছুই জাননি না। এনআইএ আমাদের ফোন করে জানায় ছেলেকে তারা গ্রেফতার করেছ উল্লেখ্য, বছর দেড়েক আগে ঝাড়খন্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনাতেও নাম জড়ায় সিদ্ধার্থের।ঝাড়খন্ডের সাহেবগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেফতার করেছিল। জেলে থাকার পর জামিনে বাড়ি ফিরে আসে সে।
তবে এবারে এন-আই-এর গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মালদা জেলাজুড়ে।