নিউজ ডেস্ক , ০৪ নভেম্বর : পপুলার ভোট ও ইলেকটোরাল ভোট দুটিতেই এগিয়ে ডেমোক্র্যাট দলের প্রার্থী বাইডেন। তবুও ফের আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এখনও পর্যন্ত ২৩৮ টি ইলেকটোরাল ভোট পেয়েছেন বাইডেন, অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৩ টি।
প্রেসিডেন্ট হতে হলে পেতে হবে ২৭০ টি ইলেকটোরাল ভোট। মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ৪৫১ টির ফলাফল ঘোষণা হয়েছে ইতিমধ্যেই । এখনও বাকী রয়েছে ৮৭ টি ভোট।বিশেষজ্ঞ দের ধারনা, পেনসিলভানিয়াসহ এখনও অন্তত ৭টি অঙ্গরাজ্যের ফলাফল বাকি। আর সেই ৭ টির মধ্যে ৫ টিতেই এগিয়ে থাকার কথা ট্রাম্পের। বাকি ২টিতে এগিয়ে থাকবে বাইডেন। এ দুই অজ্ঞরাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৭ টি।পাশাপাশি, অবশিষ্ট ৮৭টি ভোটের মধ্যে পাঁচ অজ্ঞরাজ্যের ৭০টি ইলেকটোরাল ভোট গিয়ে পড়বে ট্রাম্পের ঝুলিতে। সেকারনেই পরাজিত হতে পারেন বাইডেন। কারণ বাইডেনের এগিয়ে থাকা ফলে এসব ভোট পেলে বাইডেনের মোট ভোট সংখ্যা দাঁড়াবে ২৫৪টি। হিসেব অনুযায়ী, এই পাঁচটি অঙ্গরাজ্যে ট্রাম্প জিতলে তার ইলেকটোরাল ভোট হবে মোট ২৮৩টি। স্বাভাবিকভাবেই নির্বাচনে জিততে প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট পেয়ে যাচ্ছেন ট্রাম্প!!! এখন শুধু সময়ের অপেক্ষা।