নিউজ ডেস্ক, ২৫ নভেম্বর : ধর্ষণের ঘটনা রুখতে এবারে কড়া আইন আনছে পাকিস্তান। বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের উপর দীর্ঘদিন ধরেই ব্যাপকহারে ধর্ষণের ঘটনা ঘটে চলছে৷ শুধু হিন্দুদের উপর অত্যাচার রোধই নয়, ধর্ষণ ঘটনা রুখতেও কার্যত দিশেহারা হয়ে পড়েছে পাকিস্তান। নিরুপায় হয়ে এবার ধর্ষকদের লিঙ্গচ্ছেদের আইন আনবে ইমরান খানের সরকার।
জানা গিয়েছে, এনিয়ে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী ইমরান খান। বৈঠকে ধর্ষণের শাস্তি হিসেবে রাসায়নিকভাবে লিঙ্গচ্ছেদের পাশাপাশি ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি তোলেন ইমরান খানের (Imran Khan) ক্যাবিনেটের অনেক সদস্যই। পাক শাসক দল তেহরিক-ই-ইনসাফ-র রাজ্যসভার প্রতিনিধি ফয়জল জাভেদ খান জানিয়েছেন, ধর্ষকদের শাস্তির বিধান কার্যকর করতে শীঘ্রই লিঙ্গচ্ছেদ সংক্রান্ত বিল পার্লামেন্টে আনা হবে। প্রায় বছর তিনেক আগে লাহোরে ধর্ষণ করে খুন করা হয়েছিল নাবালিক শিশুকন্যাকে। ওই ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের জন্য কড়া আইনের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। ২০১৯ সালে ধর্ষণ করে খুন করা হয়েছিল পাকিস্তানে ডাক্তারি পাঠরত হিন্দু ছাত্রী নম্রিতা চান্দানিকে। এখানেই শেষ নয়, চলতি বছর রাওয়ালপিন্ডিতে এক যুবতীকে গণধর্ষণের পর নগ্ন করে রাস্তায় হাঁটায় কয়েকজন যুবক। ফলে বারবার ধর্ষণের ঘটনা নিয়ে সরব বিভিন্ন আন্তর্জাতিক মহলও। তাই চাপে পড়ে এবারে কড়া আইন আনতে চলেছে পাকিস্তান।