আজ গভীর রাত থেকে বাংলাদেশে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করল সরকার, ফের দাম বাড়ার আশঙ্কা! কেন? পড়ুন বিস্তারিত

আজ গভীর রাত থেকে বাংলাদেশে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করল সরকার, ফের দাম বাড়ার আশঙ্কা! কেন? পড়ুন বিস্তারিত

নিউজ ডেস্ক, ১৩ অক্টোবর :  মা ইলিশ মাছের সুরক্ষার স্বার্থে বুধবার থেকে মোট ২২ দিন অর্থাৎ ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ থাকছে বাংলাদেশে। ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০’ উপলক্ষেই এই কর্মসূচি। 

মা ইলিশের অস্তিত্ব রক্ষায় ইলিশের প্রজননের সময় বিবেচনায় করে আশ্বিন মাসের পূর্ণিমার দিনকে হিসেবের মধ্যে ধরে মৎস্য সংরক্ষণ আইন সংশোধন করে ইলিশ ধরার বন্ধের সময়সীমা ২২ দিন করা হয়েছে। গত বছর থেকে ছয় দিন পিছিয়ে এবার ১৪ অক্টোবর মাছ ধরা নিষিদ্ধ করা হল। বাংলাদেশ সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ‘জল থেকে ইলিশ ধরা নিষিদ্ধকালে কোনোভাবেই দেশের জলসীমায় ইলিশ ধরার অবৈধ চেষ্টা সফল হতে দেওয়া হবে না। মা ইলিশ থাকতে পারে-এমন নদীতেও কাউকে মাছ ধরতে দেওয়া হবে না।

এ জন্য নৌ পুলিশ ও কোস্ট গার্ডের টহলের পাশাপাশি অত্যাধুনিক উপায়ে মনিটর করা হবে যেন কোনো নৌকা বা জাহাজ ইলিশ ধরতে না পারে। এমনকি বিদেশ থেকে কোনো মাছ ধরার অত্যাধুনিক নৌযান এলে সেটাকেও আইনানুগ প্রক্রিয়ায় আটক করা হবে।

Next Post

মহামারীর থাবা চাঁচল রাজবাড়ির পুজোয়, নানান সতর্কতা অবলম্বন আয়োজকদের

Tue Oct 13 , 2020
নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ১৩ অক্টোবর :  চাঁচলের প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো। যদিও সাড়ে তিনশ বছরের প্রাচীন এই পুজোয় এবারে পড়েছে করোনার ছায়া। মানা হচ্ছে সমস্ত বিধি-নিষেধ। এমনকি চণ্ডীমণ্ডপে প্রবেশের ক্ষেত্রেও রয়েছে নানান সর্তকতা। উল্লেখ্য চাচল রাজবাড়ি থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়পুরে চণ্ডীমণ্ডপ। কথিত […]

আপনার পছন্দের সংবাদ