নিউজ ডেস্ক, ১৪ অক্টোবর : ধর্ষণের ঘটনা রোধে ধর্ষকদের বিরুদ্ধে এবারে কড়া আইন আনল বাংলাদেশ সরকার। মন্ত্রিসভার সম্মতির পর রাষ্ট্রপতি মহম্মদ আব্দুল হামিদ অধ্যাদেশে সই করে তা জারি করেন। এই ঘটনায় দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা কমে আসবে বলে মনে করছে সেদেশের সরকার।
দিনের পর দিন বেড়েই চলেছে ধর্ষণের ঘটনা। এই পরিস্থিতিতে কী করণীয় বা ধর্ষণ ঘটনা রোধে কী পদক্ষেপ করা যেতে পারে তা নিয়ে আলোচনায় বসে বাংলাদেশ সরকার৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এনিয়ে মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনা হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। মন্ত্রিসভায় এই প্রস্তাব পাশ হওয়ার পর রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ একটি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করেন। বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ”রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির করায় সেটি আইনে পরিণত হয়েছে। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর থেকেই আইনটি কার্যকর হলো।” ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণের ঘটনা তীব্র নিন্দা করে ধর্ষকদের পশুর সঙ্গে তুলনা করেন। এই ধরনের নোংরা ও ন্যক্কারজনক ঘটনা বন্ধে তাঁর সরকার বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি। এই আইনের বলে আগামী দিনে দেশে ধর্ষণের ঘটনা কমে আসবে বলে মনে করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।