
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২৪ ফেব্রুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচন বিষয়ে সাংবাদিকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হল রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে। এদিন বিবেকানন্দ হলে দুপুর ১২ টা থেকে প্রায় ঘন্টা দড়েক এই প্রশিক্ষণ পর্ব চলে।
প্রজেক্টরের মাধ্যমে এই প্রশিক্ষণ পর্ব শুরু হলেও পরে সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে অবগত করেন অতিরিক্ত জেলা শাসক দীপঙ্কর পিপলাই ও নির্বাচন দফতরের ওসি অতনু মণ্ডল এবং জেলা তথ্য ও সংষ্কৃতি দফতরের আধিকারিক রানা দেবদাস। নির্বাচনের নির্ঘন্ট এখনও ঘোষিত না হলেও এবিষয়ে প্রস্তুতি সেরে রাখতে চাইছে কমিশন। এদিন অতিরিক্ত জেলা শাসক দীপঙ্কর পিপলাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে মিডিয়া হাউস গুলোর বিষয়ে যে সমস্ত গাইড লাইন ও বিধিনিষেধ রয়েছে তা এদিন উপস্থিত সাংবাদিকদের মধ্যে অবগত করেন। পেইড নিউজ নিয়ে যথেষ্ট কড়া কমিশন। তাই এব্যাপারে মিডিয়া হাউস গুলোর খবরাখবরের ওপর কমিশন নজরদারি চালাবে বলে জানান তারা। এছাড়াও রাজনৈতিক দলের প্রার্থীদের বিজ্ঞাপন নিয়েও কিছু নিয়ম বেঁধে দিয়েছে কমিশন। এবারে যেহেতু করোনা অতিমারিতে ভোট হতে যাচ্ছে তাই পোস্টাল ব্যালোট নিয়ে বাড়ি বাড়ি যাবেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা৷ বাড়ি বাড়ি থেকে ব্যালোট সংগ্রহ করবেন তারা৷ আশি বছরের প্রবীণ ভোটাররা ইচ্ছে করলে ব্যালোটের মাধ্যমেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানান নির্বাচনী আধিকারিকেরা৷ অন্যদিকে বুথে ভোটদানের ক্ষেত্রে প্রথমেই ভোটারদের শরীরের তাপমাত্রা মাপা হবে৷ হাত স্যানিটাইজের পরেই বুথে প্রবেশ করতে পারবেন ভোটাররা৷ নির্বাচন কমিশনের দেওয়া গ্লাভস ডান হাতে পড়ে ভোট দিতে হবে ভোটারদের৷ তবে বাঁ হাতে যে কালি লাগানো হবে সেই কালি পুরোপুরি ভাইরাস মুক্ত থাকবে কিনা সেব্যাপারে প্রশাসনিক আধিকারিকরা কোনো সদুত্তর দিতে পারেন নি৷ এব্যাপারে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র বলেন, নির্বাচন কমিশন থেকে নতুন বেশকিছু গাইড লাইন ও বিধিনিষেধ সম্পর্কে সাংবাদিকদের জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে
