নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ১৭ নভেম্বর : রতুয়া ১ নম্বর ব্লকের পশ্চিম রুকুন্দিপুর গ্রামের ৭৫ বছরের বৃদ্ধা ললিতমোহন চৌধুরী। প্রায় তিন বছর ধরে পক্ষাঘাতে ভুগছেন তিনি। দিন কয়েক আগে রতুয়া-১ নম্বর ব্লকের প্রশাসনিক আধিকারিকেরা খোঁজখবর নিতে ছুটে গিয়েছিলেন ললিত বাবুর বাড়ি। ললিত বাবু স্ত্রী কল্পনা দেবীর সাথে কথা বলেন ব্লক আধিকারিকরা। তাকে বয়স্ক ভাতা করিয়ে দেওয়ার জন্যে তার কাছ থেকে নথিপত্র নিয়ে যান তারা। তবে বয়স্ক ভাতা কবে মিলবে তা জানেন না কেউ।
অন্যদিকে মঙ্গলবার সাতসকালে ললিত বাবুর বাড়িতে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র নিয়ে পৌঁছে যান মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহকারি সভাপতি শাহানাজ কাদরী। এদিন তিনি অসহায় পরিবারের সাথে কথা বলেন এবং সেই পরিবারকে আর্থিক সহযোগিতা করেন। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ ইত্যাদি দিয়ে সহযোগিতা করেন। এই অসহায় পরিবার যেন প্রশাসনের তরফ থেকে প্রতিনিয়ত সহযোগিতা পান বিষয়টি নিয়ে জেলাশাসকের সাথে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, মঙ্গলবার রতুয়া ১ নম্বর ব্লকের পশ্চিম রুকুন্দিপুর গ্রামে ললিতমোহন চৌধুরীর বাড়িতে আসি। এসে দেখি তিনি অসুস্থ হয়ে আছেন। কেউ নেই দেখার মতো। তাদের সাহয্যের আশ্বাস দিয়েছি। এদিন সেই পরিবারকে আর্থিক সহযোগিতা করার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ ইত্যাদি দিয়ে সহযোগিতা করেন। পাশাপাশি সরকার থেকে তাকে ঘর দেওয়া হবে হবে আশ্বাস দিয়েছেন তিনি। এদিন শাহানাজ কাদরী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন।