নিউজ ডেস্ক , ১১ ডিসেম্বর : পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব এবং ডিজিপিকে তলব করল স্বরাষ্ট্র মন্ত্রক ৷ আগামী ১৪ ই ডিসেম্বর তাঁদের হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ৷ মূলত পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে ৷ উল্লেখ্য বৃহস্পতিবার ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবার যাওয়ার পথে আক্রান্ত হয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ অন্যান্য নেতৃত্বর কনভয়।
তারপরেই আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে বিজেপির শীর্ষ নেতৃত্ব৷ এঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছে রাজ্যপাল ও রাজ্য বিজেপি নেতৃত্ব। এনিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে ৷ তবে এই একই ঘটনা ঘটেছিল ২০১৭ সালে গুজরাটে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গেও। ২০১৭ সালে গুজরাট বিধানসভা নির্বাচনের সময় তৎকালীন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী গুজরাটে প্রচার করতে গেলে তাঁর গাড়ির ওপর হামলা করা হয়৷ পরে বিজেপি সেটাকে রাহুল গান্ধীর ওপর মানুষের “জনরোষ” বলেছিলো ৷
স্বাভাবিকভাবেই আজকে সর্বভারতীয় বিজেপি সভাপতি জে.পি নাড্ডার গাড়িতে হামলার ঘটনায় কেন রাজ্যের দিকে আঙুল তোলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।