নিউজ ডেস্ক , ০৯ ডিসেম্বর : রোগীর অপারেশনের পর পেট থেকে বেরোল ডিম। এই ঘটনায় রীতিমত তাজ্জব চিকিৎসকেরা।অদ্ভূত এই ঘটনা ঘটেছে কোলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে। গোটা বিশ্বেই এমন ঘটনার নজির অনেক কম বলে দাবী চিকিৎসকদের।
হাসপাতালসুত্রে জানা গিয়েছে, মাস কয়েক ধরেই তলপেটের ব্যথায় ভুগছিলেন দমদমের ৫২ বছরের এক ব্যক্তি। তবে কিছুতেই সেই ব্যথা না কমায় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের দ্বারস্থ হন তিনি। আউটডোরে চিকিৎসককে দেখানোর পর মনে করেন, রোগীর মূত্রথলিতে সংক্রমণের জন্য তলপেটে ব্যথা হতে পারে। রোগীর আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। সেই রিপোর্ট দেখে চিকিৎসকেরা মনে করেন, মূত্রথলিতে টিউমার থাকার কারণে তলপেটে ব্যথা হচ্ছে রোগীর।এর পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। তবে অস্ত্রোপচার করার পর হতবাক হয়ে যান চিকিৎসকেরা। রোগীর তলপেট থেকে বার হয়েছে প্রায় পাঁচ সেন্টিমিটার লম্বা ‘সেদ্ধ ডিম’আকৃতির এক জিনিস। চিকিৎসার পরিভাষায় এই রোগের নাম ‘পেরিটোনিয়াল লুজ বডিস বা পেরিটোনিয়াল মাইস’। দেহতন্তুর সঙ্গে চর্বি-ক্যালসিয়াম জমাট বেঁধে ডিমের মতো আকার ধারণ করে। সাধারণত, পুরুষদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স গলে বা বৃহদন্ত্রের গা থেকে মাংস খসে এ ধরনের ডিমের মতো আকার নেয় দেহের অঙ্গ।এবিষয়ে আন্তর্জাতিক সংস্থার করা একটি সমীক্ষায় দাবি, বিশ্বে এখনও পর্যন্ত প্রায় ২০ থেকে ৩০টি এ ধরনের কেস পাওয়া গিয়েছে। এমনকি, এই অপারেশনের নজির ভারতেও খুব একটা নেই বলে দাবী চিকিৎসকদের।