নিউজ ডেস্ক , ১৫ ডিসেম্বর : করোনা অতিমারির জেরে এবছর সংসদের শীতকালীন অধিবেশন বাতিল করল কেন্দ্র ৷ এমনটাই জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী ৷ উল্লেখ্য এর আগে কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং সাংসদ করণায় আক্রান্ত হয়েছিলেন ৷ সেকারণেই শীতকালীন অধিবেশন বসছে না ৷
করোনা অতিমারির জেরে এবছর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি। লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল গণতন্ত্রের পীঠস্থান সংসদ৷ লকডাউনের পর আনলক পর্বে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও এখনও অব্যাহত করোনার দাপট। সংক্রমণের গ্রাফ কিছুটা নিচে নামলেও মারণ করোনার থাবা থেকে রেহাই পাচ্ছেনা অনেকেই। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও ৷ এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নিতিন গডকরি সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাই পরিস্থিতির কথা মাথায় রেখে শীতকালীন অধিবেশন বাতিল করল কেন্দ্র৷ কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, করোনা অতিমারীর কারণে এবার সংসদের শীতকালীন অধিবেশন বসছে না। করোনা সংক্রমণ রুখতে সব ক’টি দল এবারের অধিবেশন বন্ধ রাখার ব্যাপারে একমত হয়েছে। ফলে শীতকালীন অধিবেশন এবছর হচ্ছে না। সম্ভবতঃ আগামী জানুয়ারি মাসে বাজেট অধিবেশন বসতে পারে। তবে শীতকালীন অধিবেশন বাতিলের পেছনে কেউ কেউ অন্য পন্থা খুঁজে পাচ্ছেন। তাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার কৃষি আইন নিয়ে ইতিমধ্যেই চাপে পড়ে রয়েছে। কৃষক আন্দোলন নিয়ে কোণঠাসা তারা। এই পরিস্থিতিতে সংসদ চালু হলে শীতকালীন অধিবেশনে বিরোধী দল কেন্দ্র সরকারকে কৃষি আইন বাতিলের দাবিতে ঘেরাও করতে পারে৷ তাই সেদিক থেকে বাঁচার লক্ষ্যেই হয়ত শীতকালীন অধিবেশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।