নিউজ ডেস্ক, ০৯ ডিসেম্বর : রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ কিছুই ঘোষণা হয়নি। অথচ কিছুদিন আগেই গত ৫ ও ৬ নভেম্বর রাজ্যে সফর করে গেছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এবার সাংগঠনিক শক্তি যাচাই করতে রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বুধবার ৯ ডিসেম্বর দু’দিনের সফরে কলকাতা সহ বেশ কয়েকটি জেলা কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে সূত্রের খবর। বিধানসভা ভোটের আগে দলের সাংগঠনিক শক্তি ঝালিয়ে নিতে বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি সর্বশক্তি দিয়ে ভোটে ঝাঁপ ঝাঁপিয়ে পড়তে দলীয় নেতৃত্বকে নির্দেশ দেবেন বলে জানা গেছে। উল্লেখ্য গত লোকসভা ভোটে বিজেপি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে রাজ্য থেকে ১৮ টি আসন ছিনিয়ে নেয়। তারপর রাজ্যে কয়েকটি বিধানসভার আসনের উপনির্বাচনে ভরাডুবি ঘটে গেরুয়া শিবিরের৷ বর্তমানে করোনা আবহে বাজারে জিনিসের অগ্নিমূল্য, লকডাউনের জেরে বহু মানুষ কর্মহীন হয়েছে৷ এই পরিস্থিতিতে আগামী বছর হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। ফলে বিজেপি কতটা সুবিধা করতে পারে এখন সেটাই দেখার।