নিউজ ডেস্ক , ১৭ ডিসেম্বর : বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডার সফরের সময় তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আই পি এস অফিসারের বদলি নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাত শুরু হয়েছে রাজ্যের। বৃহস্পতিবার দ্বিতীয়বার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ডেপুটশনে বদলি চেয়ে রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে ওই তিন আই পি এস অফিসারের কেন্দ্রের দেওয়া নতুন পোস্টিংও উল্লেখ করে দেওয়া হয়েছে। এঘটনায় ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য কিছুদিন আগে রাজ্য সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ডায়মন্ড হারবারে যাওয়ার পথে নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটে। যা নিয়ে তোলপাড় হয় কলকাতা থেকে দিল্লি। পরিস্থিতি বুঝে সাফাই দেয় রাজ্য প্রশাসনও। তারা জানিয়ে দেয় নাড্ডার নিরাপত্তা নিয়ে যথেষ্ট আন্তরিক ছিল রাজ্য সরকার। নাড্ডার দায়িত্বে তিন আই পি এস ছাড়াও প্রচুর পুলিশ কর্মী মোতায়েন ছিল। এরপরেই ওই তিন আই পি এস অফিসারকে কেন্দ্রে ডেপুটেশনে চেয়ে রাজ্যকে চিঠি পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রক৷ এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার আবারও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে চিঠি পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে। তাতে জানানো হয়েছে, অবিলম্বে তিন আইপিএস অফিসারকে ছাড়তে হবে, তাঁরা যেন দ্রুত দিল্লিতে গিয়ে হাজিরা দেন। এই তিনজনের নতুন পোস্টিংয়ের কথাও জানানো হয়েছে সেই চিঠিতে। এই মুহূর্তে ডিআইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) প্রবীণ ত্রিপাঠিকে সরানো হচ্ছে এসএসবিতে। আইটিবিপিতে নতুন পদ পাচ্ছেন দক্ষিণবঙ্গের এডিজি (দক্ষিণবঙ্গ) রাজীব মিশ্র এবং ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডেকে নিয়ে যাওয়া হবে পুলিশ রিসার্চ ব্যুরো বা বিপিআরডি-তে। ৫ বছরের জন্য তাঁদের ডেপুটেশনে চেয়েছে কেন্দ্র।