নিউজ ডেস্ক, ১৩ সেপ্টেম্বর : বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি চিতা বাঘ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের হলদিবাড়ি চা বাগানের কাছে। কয়েকদিন ধরেই ওই এলাকায় বাঘের আনাগোনা হচ্ছিল।
ঘটনায় আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। খবর দেওয়া হয় বন দফতরে। বাঘটিকে ধরতে খাঁচা পাতে তারা। চা বাগানের মধ্যে খাঁচায় ধরা পড়ে ওই পূর্ণ বয়স্ক মেয়ে চিতা বাঘটি। পরে বন দফতরের পক্ষ থেকে বাঘটিকে গরুমারা অভয়ারণ্যের ছেড়ে দেওয়া হয়।