নিউজ ডেস্ক , ১১ই সেপ্টেম্বর : প্রায়ই বিভিন্ন মন্তব্যের জেরে সংবাদের শিরোনামে থাকেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ফের এক মন্তব্যের জেরে শিরোনামের এলেন তিনি। ২০২১ এর নির্বাচনকে পাখির চোখ করে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া সমস্ত রাজনৈতিক দলগুলো। করোনাকে উপেক্ষা করেই চলছে জনসভা। পারস্পরিক আক্রমণের ক্ষেত্রে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।
বুধবার হুগলির ধনেখালিতে বিজেপির এক জনসভায় যোগ দিয়ে শাসক দলকে আক্রমণ করতে গিয়ে এক ভয়াবহ মন্তব্য করে বসলেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। ধনেখালির সভায় দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “করোনা চলে গিয়েছে।
দিদিমণি (মমতা বন্দ্যোপাধ্যায়) নাটক করে লকডাউন জারি করে রাখছেন। যাতে বিজেপি রাজ্যে কোনও সভা করতে না পারে।” পাশাপাশি দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে তিনি আরও বলেন, “আমাদের কেউ আটকাতে পারবে না।” যদিও দিলীপ ঘোষের “করোনা চলে গিয়েছে” মন্তব্যে শুরু হয়েছে জোর সমালোচনা।
যেখানে গোটা দেশে প্রতিদিন প্রায় ৯০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন, সংক্রমিতের সংখ্যা ৩৪ লক্ষ ছাড়িয়েছে, সেই পরিস্থিতিতে বিজেপির এরুপ মন্তব্যে স্বভাবতই নিন্দায় সরব হয়েছেন বড় অংশের মানুষ।