নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২৯ এপ্রিল : এক কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল থানার স্বরুপগঞ্জ এলাকায়। বুধবার বিকেলে স্থানীয় এক মহিলা এলাকার একটি খালে কচুরিপানা কাটতে গেলে নরকঙ্কালটি দেখতে পায়।
খবর দেওয়া হয় চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে এসে নরকঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।জানা গিয়েছে, দেবু দাস নামে এলাকার এক যুবক প্রায় ছয় মাস ধরে নিখোঁজ ছিলো। অনুমান করা হচ্ছে ওই যুবকের কঙ্কাল সেটি। এদিন বিকেলে এলাকার এক মহিলা কচুরীপানা কাটতে গিয়ে সেটিকে খালের জলে ভেসে থাকতে দেখে। যদিও স্বরুপগঞ্জ এলাকার বাসিন্দা দেবী দাস নামে এক মহিলা দাবি করেছেন, উদ্ধার হওয়া নরকঙ্কালটি তাঁর ভাই দেবু দাসের। তিনি জানিয়েছেন,ছয়মাস আগে সে নিখোঁজ হয়ে যায়।বুধবার কঙ্কালটির খোঁজ মেলে। হাতে ইট বেঁধে সেটিকে জলে চুবিয়ে রাখা হয়েছিল।কিন্তুকঙ্কালটির পরনের পোষাক ও সঙ্গে থাকা জিনিসপত্র দেখে দেবু দাসের কঙ্কাল হিসেবে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। তিনি জানিয়েছেন, দেবু বিবাহিত ও এক সন্তানের পিতা হওয়া সত্ত্বেও এলাকারই এক বৌয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এনিয়ে বিস্তর অশান্তি হয়। বৌটির দেওর, শাশুড়ি ও অন্যান্য সদস্যরা তার প্রাণনাশের হুমকিও দিত।তারাই এই কাজ করেছে কিনা তা তদন্তের দাবী জানিয়েছেন তার দিদি দেবী দাস।