ইটাহার, ১৫ জুলাই : বর্ষা এলেও এখনো নদীর পাড় মেরামতের কাজ শুরু না হওয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন মহানন্দা নদীর তীরবর্তী ইটাহার ব্লকের মারনাই অঞ্চলের দক্ষিণ বিষ্টু পুর গ্রামের সাধারণ মানুষ।উল্লেখ্য, মহানন্দা নদীর ধারে প্রায় তিনশো পরিবারের বাস, এমনকি শাসক দলের পঞ্চায়েত প্রধান লক্ষ্মী রবিদাসের মাটির কুড়েটিও দাঁড়িয়ে রয়েছে এই মহানন্দা নদীর তীরে।
দ্রুত নদীর তীর মেরামত না করলে প্রবল বর্ষণে নদী তীরবর্তী এই সমস্ত বাড়ীগুলি নদীগর্ভে চলে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পূর্বে নদী ভাঙ্গনের ফলে প্রচুর বাড়ী নদীগর্ভে তলিয়ে যাওয়ায় বাসস্থানহীন হয়ে পড়ে বহু মানুষ। আর এবারে এই একই আশঙ্কা গ্রাস করছে গ্রামবাসীদের। তাই দ্রুত নদীর ভাঙ্গন রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের কাছে আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। এমনকি নদী ভাঙ্গনের ফলে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, কিছুদিন আগে এলাকার এক বৃদ্ধা পা পিচলে নদীতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। এই বিষয়টি প্রশাসনের নজরে আনলেও নদী ভাঙ্গন রোধের কোনো উদ্যোগ নেওয়া হয় নি।এই বিষয়ে পঞ্চায়েত প্রধান লক্ষ্মী রবিদাস বলেন, আমার নিজের বাড়ীটিও নদীগর্ভে যেতে বসেছে। পঞ্চায়েত থেকে আমি নদী ভাঙ্গন রোধের কাজ করতে পারি না। এই বিষয়ে বিধায়ক মোশারফ হোসেনকে জানানো হয়েছে। অন্যদিকে বিধায়ক মোশারফ হোসেন বলেন, এই বিষয়ে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করবো যাতে দ্রুত ইটাহারে বিভিন্ন নদী ভাঙ্গন রোধের কাজ শুরু করা যায়।
আরও খবর পড়ুন : মিশন ২০২৪, দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়