ডালখোলা, ৩০আগস্ট : সোমবার ডালখোলা বাইপাসের নির্মাণ কাজ খতিয়ে দেখলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরী। এই বাইপাসটি নির্মিত হলে খুব সহজেই যাতায়াত করা সম্ভব হবে। পাশাপাশি যানজটমুক্ত হবে ডালখোলা এলাকা।
এদিন পরিদর্শনের পর সাংসদ দেবশ্রী চৌধুরী জানান, ডালখোলা বাইপাস এর কাজ প্রায় শেষের দিকে। রেলের পাওয়ার ব্লক দেওয়ার পরই রেললাইনের ওপর ফ্লাইওভারের কাজ করা সম্ভব হবে। এবিষয়ে রেল দপ্তর এর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে যাতে এই সমস্যা থেকে দ্রুত নিষ্পত্তি সম্ভব হয়। পুজোর আগেই এই রাস্তাটি চালু করার চেষ্টা হচ্ছে। এবিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের মালদা ডিভিশনের ডেপুটি ম্যানেজার ওমনাথ বিহারী জানিয়েছেন, আগামী সপ্তাহে রেলের পাওয়ার ব্লক দেওয়ার কথা রয়েছে ওই পাওয়ার ব্লক পেলেই ফ্লাইওভারের ঢালাইয়ের কাজ করা হবে। ওয়াকিবহাল মহলের ধারণা, রেল ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সমন্বয়ের অভাবে ধীরগতিতে চলছে ডালখোলা বাইপাসের নির্মাণকাজ। যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবী আগামী সপ্তাহে রেলের পাওয়ার ব্লক দেওয়ার কথা রয়েছে। ওই পাওয়ার ব্লক পেলেই ফ্লাইওভারের ঢালাইয়ের কাজ করা হবে। ডালখোলা বাইপাসের কাজ শুরু হওয়ার অনেক পরে ইসলামপুর বাইপাসের কাজ শুরু হয়েছে কিন্তু সেই কাজ শেষ হলেও এখনো ডালখোলা বাইপাসের কাজ শেষ হচ্ছে না, এনিয়ে কেন্দ্রীয় সরকারের গাফিলতিকেই দায়ী করেছে এলাকাবাসী। ডালখোলার জনৈক ব্যবসায়ী রোহিত কুমার মাহাতো অভিযোগ করেন, বাইপাস শুরু হওয়ার পর জমি নিয়ে কিছু সমস্যা ছিল, যা বহু আগেই মিটিয়ে ফেলা হয়েছে। তারপরও কি কারণে বাইপাসের কাজ শেষ করা হচ্ছে না তা জানা নেই। যানজট সমস্যার কারণে আগের মতো ব্যবসা করা সম্ভব হচ্ছে না। জিনিস বিকিকিনি করতে বাইরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ ডালখোলায় আসছে না। বহু সমস্যার পর বাইপাসের কাজ শুরু হলেও তা এখনও শেষ হয়নি, যা নিয়ে ব্যবসায়ী মহলে উদ্বেগ ছড়িয়েছে। যদিও রেলের পাওয়ার ব্লক না দেওয়ার কারণেই রেলের উপর দিয়ে যাওয়া ফ্লাইওভারের কাজ করা সম্ভব হচ্ছে না, এমনটাই জানিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক। বাইপাসের অভাবে নিত্যদিন দীর্ঘ যানজটের কারণে নাজেহাল এলাকার সাধারণ বাসিন্দা, নিত্যযাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী মহল। দিনের পর দিন ডালখোলার যানজটের কারণে ব্যবসার ব্যাপক ক্ষতি হওয়ার অভিযোগ তুলেছে ব্যবসায়ী মহল।
এমনকি সোমবার ডালখোলা বাইপাসের কাজ তদারকি করতে আসা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরীও ডালখোলা বাইপাস তৈরি না হওয়ার কারণে সাধারণ মানুষের ভোগান্তির কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, ডালখোলা বাইপাসের কাজ শেষ না হওয়ার কারণে নিত্যদিন যানজট লেগেই রয়েছে, যার জন্য মানুষকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। সাংসদ আরও জানান রেলের পাওয়ার ব্লক দেওয়ার পরই রেলের উপর ফ্লাইওভারের কাজ করা সম্ভব হবে। তবে কি কারণে রেলের পাওয়ার ব্লক দিতে দেরি হচ্ছে তা তার জানা নেই বলে জানিয়েছেন তিনি। তবে রেল দফতরের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে যাতে এই সমস্যা থেকে দ্রুত নিষ্পত্তি পাওয়া সম্ভব হয়। পাশাপাশি তিনি এও জানান আগামী সপ্তাহে রেলের পাওয়ার ব্লক দেওয়ার কথা রয়েছে। আশা করা যাচ্ছে, সে সময় ফ্লাইওভারের ঢালাইয়ের কাজ শেষ করা হবে। প্রথম পর্যায়ে একদিকের ফ্লাইওভারের কাজ করে তা চালুর করার চেষ্টা করা হচ্ছে। পুজোর আগেই রাস্তাটি চালু করার চেষ্টা চালানো হচ্ছে। এবিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের মালদা ডিভিশনের ডেপুটি ম্যানেজার ওমনাথ বিহারী জানিয়েছেন, রেলের পাওয়ার ব্লকের পরই ঢালাইয়ের কাজ করা হবে, এব্যাপারে রেলের সংস্লিষ্ট দফতরের সাথে কথা বলে হয়েছে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহে পাওয়ার ব্লক পাওয়া যাবে। সেই দিন ঢালাই হওয়ার দেড়মাসের মধ্যে একদিকের রাস্তা চালু করা সম্ভব হবে। যদিও শেষমেশ কবে ডালখোলা বাইপাস তৈরি হয়ে যানজটের নরক যন্ত্রনা থেকে মুক্তি পাওয়া যাবে তা নিয়ে জোর জল্পনা রয়েছে বিভিন্ন মহলে।