নিউজ ডেস্ক , ০৯ মার্চ : পামেলাকান্ডে আরো একজনকে গ্রেফতার করা হল। মঙ্গলবার প্রিয়ঙ্কা সিংহ ওরফে সুইটি নামে এক মহিলাকে গ্রেফতার করেছে লালবাজারের নারকোটিক্স সেল।প্রিয়াঙ্কা রাকেশের হয়ে মাদক কিনতেন বলে অভিযোগ। প্রিয়ঙ্কা সাড়ে ৯ কেজি কোকেন কিনেছিলেন বলে জানা যাচ্ছে।
মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়। এই দিয়ে পামেলাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জন৷ গোয়েন্দা তরফে জানানো হয়েছে, রাকেশ সিংয়ের হয়ে মাদক কেনাবেচার কাজ করত সুইটি। গোয়েন্দাদের দাবি, প্রতি গ্রাম মাদকের জন্য পাচারকারীদের কাছে ৯৫০০ টাকা পৌঁছে দিত প্রিয়াঙ্কা।পুলিশ সুত্রের খবর, পেশায় মডেল সুইটি নিয়মিত নাইটক্লাবে যেত। শহরের বেশ কিছু নাইক্লাবের ডিজেদের সঙ্গে তার পরিচয়ও ছিল। যে নাইটক্লাবগুলিতে সুইটি যাতায়াত করত সেগুলির উপর নজর রাখছে পুলিস। যে ডিজেদের সঙ্গে তার যোগাযোগ ছিল তাঁরাও তদন্তকারীদের নজরে আছে। প্রসঙ্গত ১৯ ফেব্রুয়ারি নিষিদ্ধ মাদক-সহ কলকাতায় গ্রেফতার হয বিজেপির যুব মোর্চার সম্পাদক তথা হুগলি জেলার যুব মোর্চার পর্যবেক্ষক পামেলা গোস্বামী। পেশায় একজন মডেল-অভিনেত্রী পামেলাকে নিউ আলিপুর থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর সঙ্গী ও বিজেপি নেতা প্রবীর দে-কেও। তাঁর কাছ থেকে ১০০ গ্রাম কোকেন পাওয়া যায।