নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ৭ সেপ্টেম্বর : গঙ্গা নদীর তীর থেকে নীলগাই উদ্ধারের ঘটনায় সোমবার চাঞ্চল্য ছড়ালো মানিকচক থানার ডোমহাট হাড্ডাটোলা গ্রামে। এদিন গঙ্গা নদীর ধারে স্থানীয়দের নজরে আসে নীলগাইটি।আহত অবস্থায় নদীর তীরে ছোটাছুটি করছিলো নীলগাই টি।
খবর পেয়ে মানিকচক থানার পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় নীলগাইটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় নীলগাইটিকে। আহত নীলগাইটিকে আদিনা ফরেস্টে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে বলে জানা গিয়েছে বনদপ্তরসুত্রে।
আরও পড়ুন : লকডাউনে শুনশান রায়গঞ্জ শহরের রাস্তাঘাট