গঙ্গা নদীর তীর থেকে উদ্ধার নীলগাই, ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিকেরা

গঙ্গা নদীর তীর থেকে উদ্ধার নীলগাই, ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিকেরা

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ৭ সেপ্টেম্বর :  গঙ্গা নদীর তীর থেকে নীলগাই উদ্ধারের ঘটনায় সোমবার চাঞ্চল্য ছড়ালো মানিকচক থানার ডোমহাট হাড্ডাটোলা গ্রামে। এদিন গঙ্গা নদীর ধারে স্থানীয়দের নজরে আসে নীলগাইটি।আহত অবস্থায় নদীর তীরে ছোটাছুটি করছিলো নীলগাই টি।

খবর পেয়ে মানিকচক থানার পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় নীলগাইটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় নীলগাইটিকে। আহত নীলগাইটিকে আদিনা ফরেস্টে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে বলে জানা গিয়েছে বনদপ্তরসুত্রে।

আরও পড়ুন :  লকডাউনে শুনশান রায়গঞ্জ শহরের রাস্তাঘাট

 

Next Post

২৬ বছরের প্রচেষ্টায় একাই বনভূমি গড়ে তুলেছেন তামিলনাড়ুর প্রৌড়

Mon Sep 7 , 2020
নিউজ ডেস্ক, ৭ সেপ্টেম্বর :    মানুষের অত্যাচারে বিপন্ন বনভূমি। ফলে সবুজ রক্ষায় বিশ্বজুড়ে কাজ করে আসছে বহু সংগঠন। এমনই একজন হলেন তামিলনাড়ুর বাসিন্দা ডি সর্বানন। বিগত ২৬বছর ধরে একটু একটু করে ১০০ একর জায়গা জুড়ে গড়ে তুলেছেন বনভূমি। এই বনভূমির নাম দেওয়া হয়েছে ‘অরণ্য’। তবে তার এই কর্মকান্ডের শুরু […]

আপনার পছন্দের সংবাদ