নিউজ ডেস্ক , ১৩ নভেম্বর : দুজনে একসঙ্গে পরিচালনা করেছেন দল।একজন ছিলেন দলের মহাসচিব অপরজন জেলার সভাপতি।দলের অভ্যন্তরে ছিল মতবিরোধও।তবে তা যাই থাক।আজ তার দুজনেই পড়শী।দুজনেরই বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার।
একজন পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় জেল বন্দি। অন্যজন জ্যোতিপ্রিয় মল্লিক,রেশন দূর্নীতি মামলায় সদ্য গিয়েছেন প্রেসিডেন্সি জেলে।রাজ্যের দুই মন্ত্রী রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারের পয়লা বাইশ নম্বর সেলে।এই সেলেই সাধারনত রাখা হয় হেভিওয়েট বন্দিদের।তবে একই সেলের দুপাশে একদা দলের দুই কান্ডারী থাকলেও দুইজনের দেখা হয় নি।রবিবারই সেখানে পৌঁছেছেন জ্যোতিপ্রিয় মল্লিক।রাতে ভাল করে ঘুমও হয় নি।মেলে নি বাড়ীর খাবার,পালঙ্কের বিছানা।মিলেছে প্রেসিডেন্সির খাবর ও একটি কম্বল।তা দিয়েই রাত কাটাতে হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।সেলের একপাশে পার্থ চট্টোপাধ্যায় অন্যপাশে জ্যোতিপ্রিয় মল্লিক। প্রেসিডেন্সির পয়লা বাইশ নম্বরে এখন ভিভিআইপি সমাবেশ।