নিউজ ডেস্ক , ১৬ নভেম্বর : ১৪ দিনের জেল হেফাজত জ্যোতিপ্রিয় মল্লিকের।বৃহস্পতিবার সওয়াল জবাবের পর নির্দেশ নগর দায়রা আদালতের বিচারপতির।৩০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত রেশন দূর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।
শারীরিক অসুস্থতার কারনে বৃহস্পতিবার আদালতে আনা সম্ভব হয় নি জ্যোতিপ্রিয় মল্লিককে।পরিবর্তে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ভার্চুয়ালি সওয়াল জবাবে অংশ নেন জ্যোতিপ্রিয় মল্লিক।আদালতের কাছে আবেদন জানিয়ে বেঁচে থাকার কাতর আর্জি জানান জ্যোতিপ্রিয় মল্লিক।তিনি অসুস্থ,শরীরের বাঁদিক ক্রমশ অকেজো হয়ে পরছে বলে আদালতকে জানান জ্যোতিপ্রিয় মল্লিক।যদিও কমান্ড হাসপাতালের রিপোর্ট অনুযায়ী জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই বলে উল্লেখ রয়েছে।ইডির পক্ষ থেকে সেই রিপোর্ট জমা দেওয়া হয় আদালতে।এরপর দীর্ঘ শুনানির পর জ্যোতিপ্রিয় মল্লিককের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।আদালতে কাতর আার্জি জানিয়েও লাভ হলো জ্যোতিপ্রিয় মল্লিকের।৩০ নভেম্বর পর্যন্ত প্রেসিডেন্সি সংশোধনাগারেই কাটাতে হবে রেশন দূর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।