ডিজিটাল ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর ঘটনায় পেরিয়ে গেছে তিন মাসেরও বেশি সময়। সিবিআই তদন্ত করছে এই ঘটনার। এরই মাঝে এক বাঙালী শিল্পীর হাতে তৈরি হল তার ওয়াক্স স্ট্যাচু (wax statue)। আসানসোলের সুকান্ত রায়ের হাতে তৈরি এই স্ট্যাচুটিতে সুশান্ত সাদা টি শার্ট, কালো প্যান্ট ও জিন্সের জ্যাকেট পরিহিত।
শিল্পী জানিয়েছেন, তিনি সুশান্ত সিং রাজপুতের গুণমুগ্ধ। তাঁর এভাবে অকালে চলে যাওয়া দুঃখজনক। এই স্ট্যাচুটি নিজের মিউজিয়ামের জন্য তৈরি করেছেন এই ভাস্কর্যশিল্পী। তবে তাঁর পরিবার চাইলে এই রকম আরেকটি স্ট্যচুটি তিনি সুশান্ত সিং রাজপুতের পরিবারকে বানিয়ে দিতে পারেন বলেও জানান। কারন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিলো রাজীব নগরের বাড়িটিকে মিউজিয়াম করা হবে, যেখানে সুশান্তের ছবি, ব্যবহৃত জিনিস, পুরস্কার রাখা হবে।
যা অভিনয় জগতে আসতে চাওয়া প্রত্যেককে উদ্বুদ্ধ করবে। উল্লেখ্য এর আগে সুকান্ত রায় বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন ও বিরাট কোহলির ওয়াক্স স্ট্যাচু বানিয়েছিলেন। এবারে সুশান্ত সিং রাজপুতের এই স্ট্যাচুটি তৈরির পর থেকেই এটির ছবি ভাইরাল হচ্ছে স্যোশাল মিডিয়ায়। যা দেখে আবেগ প্রবণ হয়ে পড়েছেন সুশান্তের ফ্যানরা।
https://twitter.com/officiakatrina/status/1306531836823130112?s=20