fbpx

গুগল প্লে স্টোর থেকে বাদ দেওয়া হল Paytm

নিউজ ডেস্ক , ১৮ সেপ্টেম্বর  :  শুক্রবার বহুল প্রচলিত পেটিএম অ্যাপসকে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হল। জানা গেছে, gambling policy লঙ্ঘন করার জন্য গুগল প্লে স্টোর থেকে জনপ্রিয় এই ভারতীয় আর্থিক পরিষেবা অ্যাপ Paytm সরিয়ে দেওয়া হয়। প্রায় ৫০ মিলিয়ন সক্রিয় ইউজার রয়েছে Paytm এর। গুগলের তরফে জানানো হয়েছে, প্লে স্টোরে অনলাইনে ক্যাসিনো (online Casino) ও ভারতে স্পোর্টস বেটিং (sports betting) সহ এই ধরনের অ্যাপ রাখা নিষিদ্ধ করে দিয়েছে। এছাড়াও স্পোর্টস সার্ভিস Paytm ফার্স্ট গেমস (Paytm First Games) যা একটি স্বতন্ত্র অ্যাপ হিসাবে সেটিকেও সরিয়ে দেওয়া হয়েছে।
যে কোনও অ্যাপ্লিকেশন যদি গ্রাহকদের অর্থ বা নগদ পুরষ্কারের পাওয়ার বিষয়ে কোনো প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে বলে সেক্ষেত্রে গুগলের নিয়মাবলি লঙ্ঘন করা হয়। এর আগে IPL চলেছিলো প্রায় দুমাস। আর এই দুই মাসে এই ধরনের অ্যাপে ব্যবহারকারীদের সংখ্যা বফু গুন বেড়ে যায়। মূলত বেটিং ঠেকাতে এটি গুগলের একটি প্রচেষ্টা। এমন কি ভারতের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং পরিষেবা Disney+ হতস্তার কেও এই অ্যাপ্লিকেশনগুলি সম্পর্কে বিজ্ঞাপন চালানোর আগে একটি সতর্কতা প্রদর্শন করতে বলা হয়েছে। যাতে কোনো ইউজার প্রতারণার ফাঁদে না পড়েন।

ডেভলপাররা অ্যাপ্লিকেশনটির compliance না করা পর্যন্ত গুগল প্লে থেকে অ্যাপটি সরিয়ে রাখা হবে – এমনটাই জানিয়েছে গুগল। যদিও Paytm এর পক্ষে স্যোশাল মিডিয়ায় জানানো হয়েছে ইউজারদের গচ্ছিত টাকা সুরক্ষিত আছে, খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করে পরিষেবা স্বাভাবিক করা হবে। খুঁজে পাওয়া যাবে প্লে-স্টোরেও।

Next Post

বর্ষায় মরণ ফাঁদ রাস্তা, সমস্যায় গ্রামবাসীরা

Fri Sep 18 , 2020
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিউজ ডেস্ক , কুশমণ্ডি ১৮ সেপ্টেম্বর :  দুপাশে চাষের জমি। আর তার মাঝ দিয়ে চলে গিয়েছে গ্রামীণ মাটির রাস্তা। সেই রাস্তা দিয়ে বিভিন্ন গ্রামের মানুষ চলাচল করতেন এতদিন। কিন্তু বৃষ্টিতে সেই রাস্তার অবস্থা বেহাল। জল আর কাদায় […]

আপনার পছন্দের সংবাদ

RCTV Sangbad

24/7 TV Channel

RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

error: Content is protected !!