নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ০৫ নভেম্বর : জাল সার্টিফিকেট নিয়ে ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক পদে চাকরির ইন্টারভিউ দিতে এসে ধরা পড়ল চারজন। ঘটনাটি ঘটেছে বালুরঘাটের ডাক বিভাগের সদর দফতরে। বৃহস্পতিবার ধৃত চারজনকে তোলা হয় বালুরঘাট জেলা আদালতে৷
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত চারজনের মধ্যে ৩ জন পুরুষ ও একজন মহিলা। ধৃতদের নাম শ্রীকুমার সরকার, চন্দন কুমার বর্মন, দোলন সরকার (মহিলা) এবং মর্ত্তুজা আলম। প্রথম তিন জনের বাড়ি কোচবিহার জেলায় এবং অন্যদিকে মর্ত্তুজা আলমের বাড়ি উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার ধৃত চার জনকে বালুরঘাট জেলা আদালতে তোলে পুলিশ। এদিকে এদিন বালুরঘাট হেড পোস্ট অফিসের পক্ষ থেকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ধৃতদের বিরুদ্ধে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।পোস্ট অফিস সুপার রাজীব রঞ্জন বলেন, ধৃতদের দেখে সন্দেহ হওয়ার কারণে মার্কশিট গুলি যাচাই করা হয়। কিন্তু জাল প্রমাণিত হলে থানায় খবর দেওয়া হয়। এরপর পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়। এই ঘটনায় বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে ডিএসপি সদর ধীমান মিত্র জানিয়েছেন, ৪ নভেম্বর জাল মার্কশিট নিয়ে পরীক্ষা দিতে আসায় চারজনকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে। পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। পি সি মঞ্জুর হলেই বিস্তারিত তদন্ত শুরু হবে।