নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ১৯ নভেম্বর : বুধবার রাতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ডালখোলা থানা এলাকার শ্রেষ্ঠ শ্যামা পুজোর আয়োজক সূর্যাপুর শতদল সংঘের সদস্যদের হাতে শ্রেষ্ঠত্বের শিরোপা তুলে দেওয়া হল ডালখোলা প্রেস ক্লাবের পক্ষ থেকে। করোনা আবহে এলাকার চিকিৎসা ক্ষেত্রে যে অভাব রয়েছে তা পূরণের দাবি তুলে ধরতে সূর্যাপুর শতদল সংঘের সদস্যরা বিভিন্ন থিমে সাজিয়েছিলেন তাদের পূজামণ্ডপ, পাশাপাশি জনসাধারণের মধ্যে সবুজায়নের বার্তা তুলে ধরেছেন তাদের এবারের পুজো মণ্ডপে।
এদিনের কর্মসূচিতে ডালখোলা প্রেসক্লাব ও সূর্যাপুর শতদল সংঘের সদস্যরা ছাড়াও স্থানীয় পঞ্চায়েত সদস্য পঙ্কজ পাসওয়ান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, প্রতিবছরই শ্রেষ্ঠ শ্যামা পুজো কমিটিকে পুরস্কৃত করে থাকে ডালখোলা প্রেসক্লাব। এবারে সূর্যাপুর শতদল সংঘের সদস্যদের হাতে শ্রেষ্ঠত্বের শিরোপা তুলে দেওয়া হয়। পাশাপাশি সূর্যাপুর শতদল সংঘের প্রত্যেক বছর শ্যামা পুজোয় বিভিন্ন প্রকার থিম তুলে ধরেন জনসচেতনতা বৃদ্ধিতে। এবারেও করোনা আবহে অতি তাৎপর্যপূর্ণ থিম তুলে ধরেছিলেন তাদের পূজামণ্ডপে। বুধবার রাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডালখোলা থানা এলাকার শ্রেষ্ঠ শ্যামা পূজার আয়োজক সূর্যাপুর শতদল সংঘের সদস্যদের হাতে কাপ তুলে দেওয়া হয় ডালখোলা প্রেস ক্লাবের পক্ষ থেকে। করোনা আবহে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে এবারের সূর্যাপুর শতদল সংঘ তাদের শ্যামা পূজায় বিভিন্ন থিম তুলে ধরার পাশাপাশি জনগণের মধ্যে সবুজায়নের বার্তা তুলে ধরেছেন। এছাড়া তারা তাদের পুজোর মাধ্যমে এলাকার চিকিৎসা ক্ষেত্রে যে অভাব রয়েছে তা পূরণের দাবি তুলে ধরতে বিভিন্ন থিমে সাজিয়েছিলেন তাদের পুজো মন্ডপে।
বুধবার একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে ক্লাব সদস্যদের হাতে শ্রেষ্ঠ শ্যামা পুজোর শিরোপা হিসাবে একটি কাপ তুলে দেওয়া হয় ডালখোলা প্রেস ক্লাবের পক্ষ থেকে। সাংবাদিক বিন্দেশরী যাদব বলেন, সূর্যাপুর শতদল সংঘ যে ভাবে তাদের পুজোর মাধ্যমে করোনা নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছেন তা সত্যি প্রশংসনীয়। পাশাপাশি এলাকার স্বাস্থ্য বিষয়ক যে সমস্যা রয়েছে তা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে উপর মহলে তুলে ধরার আশ্বাস দেন প্রেস ক্লাবের সকল সদস্যরা। এদিনের অনুষ্ঠানে ডালখোলা প্রেস ক্লাব ও সূর্যাপুর শতদল সংঘের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েতের সদস্য পঙ্কজ পাসওয়ান সহ অন্যান্যরা।