নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৪ নভেম্বর : করোনা আবহে পরিবেশ দূষণ রুখতে হাইকোর্ট এবং রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করা হয়েছে। আর এই নির্দেশকে যে সমস্ত ব্যবসায়ী মানছেন না তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। হাইকোর্টের সেই নির্দেশকে মান্যতা দিয়ে রায়গঞ্জ পুলিশ জেলার বিভিন্ন থানার পক্ষ থেকে বিভিন্ন এলাকার দোকানে হানা দিচ্ছে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা।
শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইটাহার থানার সদর চৌরাস্তা মোড় এলাকার এক স্টেশনারি দোকান থেকে নিষিদ্ধ আতশবাজি এবং শব্দবাজি বাজেয়াপ্ত করা সহ দোকানদারকে আটক করে থানায় নিয়ে আসে ইটাহার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা আতশবাজির বাজার মূল্য আনুমানিক ৫০,০০০ টাকা। ইটাহার থানার ওসি অভিজিৎ দত্ত জানান, হাইকোর্টের নির্দেশ অনুসারে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার রাতে ইটাহারের এক দোকান থেকে নিষিদ্ধ আতশবাজি এবং শব্দবাজি উদ্ধার করা হয়েছে। আগামীদিনেও পুলিশি অভিযান জারি থাকবে ইটাহারে।