নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৪ নভেম্বর : প্রতিবছরের মতো এবছরও কালীপুজো উপলক্ষে দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হলো ইটাহার থানার সার্বজনীন কালীপুজোর উদ্যোক্তাদের পক্ষ থেকে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং ফিতে কেটে পূজার সূচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি জেলা পরিষদের সদস্যা বিউটি বেগমের আর্থিক তহবিল থেকে থানা প্রাঙ্গণে উন্নত মানের জেনারেটর পরিষেবার সূচনা হয় এদিন।
পাশাপাশি ইটাহার থানা প্রাঙ্গন মাঠে করোনা মোকাবিলায় নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে থানা সার্বজনীন কালী পুজো এবং উন্নত মানের জেনারেটর চালু করা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এদিন ব্লকের বিভিন্ন অঞ্চলের দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা সহ সিভিক ভলেন্টিয়ারদের ভালো কাজের জন্য উপহার দেওয়ার পাশাপাশি রাতের অন্ধকারে সিভিক ভলেন্টিয়ারদের কাজের সুবিধার্থে উন্নতমানের পোশাক তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের কর্মসূচিতে ইটাহারের বিধায়ক অমল আচার্য, জেলা পুলিশ সুপার সুমিত কুমার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার জসপ্রিত সিং, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবুল আলা মামুদ আনসার, জেলা পরিষদের সদস্যা বিউটি বেগম, ইটাহার থানার ওসি অভিজিৎ দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন ইটাহার পুলিশ প্রশাসনের তরফে প্রতিবছর কালী পূজা উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে। তবে এবারে করোনা মোকাবেলায় অন্যান্য কর্মসূচি বাতিল করা হলেও পুজোর আয়োজন করা সহ দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, সিভিক ভলেন্টিয়ারদের ভালো কাজের পুরস্কার এবং আগামী দিনের কাজের সুবিধার্থে প্রসাদ বিতরণের পাশাপাশি পুলিশকর্মীদের কাজের সুবিধার্থে থানা প্রাঙ্গণে একটি উন্নত মানের জেনারেটর পরিষেবাও সূচনা করা হয় এদিন।