কালীপুজোর আগেই আগুনে ভস্মীভূত সোনার দোকান

নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ১৪ নভেম্বর : গভীর রাতে আগুন লেগে লক্ষাধিক টাকা ক্ষতি হলো এক স্বর্ণ ব্যবসায়ীর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ডালখোলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধর্মশালার একটি সোনার দোকানে। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ডালখোলার ধর্মশালার একটি সোনার দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে পথ চলতি মানুষজন।

স্থানীয় বাসিন্দা মারফত খবর পেয়ে ওই সোনার দোকানের মালিক ঘটনাস্থলে এসে দোকান খুলে দেখতে পায় তার দোকানে আগুন লেগেছে। অপরদিকে খবর পেয়ে সেখানে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ। এরপর স্থানীয়দের উদ্দ্যোগে আগুন নেভানো সম্ভব হলেও দোকানে থাকা একাধিক আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়ে যায়। ওই দোকানের মালিক জনৈক অনিল সাহা জানান, ধনতেরসের পরে বিক্রি হওয়া গহনার টাকা সহ বেশ কিছু অলংকার দোকানে ছিল যা আগুনে নষ্ট হয়ে যায়। তবে আগুন লাগার ঘটনায় ক্ষতির পরিমাণ সঠিক ভাবে বলতে না পারলেও অনিল বাবু জানান লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তার অনুমান দোকানে থাকা ওজন মাপার যন্ত্রে শর্টসার্কিটের ফলে আগুন লেগে থাকতে পারে। কালীপুজোর আগে আগুন লাগার ঘটনা চাওর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা অন্যান্য দোকানসহ বাড়ির বাসিন্দাদের মধ্যে। ডালখোলা থানার ওসি মনজিত দাস জানান, আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Post

গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ আতশবাজি উদ্ধার উত্তর দিনাজপুর জেলার ইটাহারে

Sat Nov 14 , 2020
নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৪ নভেম্বর : করোনা আবহে পরিবেশ দূষণ রুখতে হাইকোর্ট এবং রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করা হয়েছে। আর এই নির্দেশকে যে সমস্ত ব্যবসায়ী মানছেন না তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। হাইকোর্টের সেই নির্দেশকে মান্যতা দিয়ে রায়গঞ্জ পুলিশ জেলার বিভিন্ন […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম