
চোপড়া ২৬ জুন : উত্তরবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলার পর এবার উত্তর দিনাজপুর জেলাতেও নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী কে এল ও ‘ র হুমকির বার্তাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ” চোপড়া ব্লকের ভূমিপুত্র রাজবংশীদের উপর তৃণমূল কংগ্রেসের অত্যাচার যদি বন্ধ না হয়, তাহলে আমরা আছি ( কে ল ও) ” এমনই পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছে এলাকা।
তৃনমূল কংগ্রেস দ্বারা রাজবংশীরা অত্যাচারিত হচ্ছে, এটা বন্ধ না হলে রাজবংশীদের পাশে দাঁড়াবে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন এমনই হুঁশিয়ারি দিয়ে পোস্টার লাগানো হয়েছে চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। উতবে তৃণমূলের দাবি বিজেপির হাত রয়েছে এই কাজের পেছনে। যদিও বিজেপি অভিযোগ উড়িয়ে দিয়েছে।উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রামপঞ্চায়েতের যাত্রী প্রতীক্ষালয় থেকে শুরু করে রাস্তার পাশে দেওয়ালে কিংবা সেতুর রেলিংয় সহ বিভিন্ন এলাকায় যেখানে জনসমাগম ঘটে থাকে সেইসব এলাকাতে অত্যাচারিত রাজবংশী সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো এবং তৃনমূল নেতা কর্মীদের অত্যাচার বন্ধের কথা বলা হয়েছে। কিন্তু কে বা কাহারা এই কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন এর নামে হাতে লেখা পোস্টারগুলি লাগিয়েছে তার খোঁজ মেলেনি। তবে এই পোস্টারকে ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। অত্যন্ত তৎপরতার সাথে এবং গুরুত্ব সহকারে বিষয়টির তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
আরও খবর পড়ুন : দুটো ভ্যাকসিন নিয়েও আক্রান্ত ডেল্টা প্লাসে। উদ্বেগে চিকিৎসকরা
