নিউজ ডেস্ক, ১৯ অক্টোবর : দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মহাকাশে মহাকাশচারী পাঠানোর সিদ্ধান্ত নিল ইসরো। মিশন গগনযান প্রকল্পে মহাকাশে তিনজন মহাকাশচারী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে জোরকদমে চলছে তারই প্রস্তুতি। ইসরোর চেয়ারম্যান কে. শিবন জানিয়েছেন ২০২২-র আগস্ট মাসে মহাকাশে গগন যানের মাধ্যমে তিনজন মহাকাশচারী পাঠানো হবে।
জানা গেছে,গগনযান প্রকল্পে ইসরোকে সাহায্য করছে রাশিয়া সহ অন্যান্য আন্তর্জাতিক মহাকাশ সংস্থাও। গগনযানের জন্য বিশেষভাবে বায়ুসেনার বাছাই করা তিন কর্মীকে প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া। শুধু প্রশিক্ষণই নয়, রাশিয়া দেবে স্পেস স্যুটও। অন্যদিকে ফ্রান্স দিচ্ছে স্পেস মেডিক্যাল টেকনোলজি। এই গগনযান প্রকল্পে যুক্ত রয়েছে নাসাও। ইসরো চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, ৫৯টি দেশের সঙ্গে মহাকাশে সহায়তামূলক ২৫০টি নথিতে স্বাক্ষর করেছে ভারত। এর ফলে ভারতের মহাকাশে দক্ষতা ও ক্ষমতা দুটোই বৃদ্ধি পাবে। পাশাপাশি অন্যান্য যে সব দেশ মহাকাশে যেতে আগ্রহী, তাদেরও সাহায্য করতে পারবে ভারত। গগনযানে যাওয়া মহাকাশচারীরা ৫ থেকে ৭ দিন মহাকাশে থাকবেন। বায়ুসেনার ৪ সদস্যর প্রশিক্ষণ চলছে বর্তমানে। মহাকাশে নিয়ে যাওয়ার মত খাবারদাবার, ক্রুদের স্বাস্থ্য সম্পর্কিত ব্যবস্থা ও অন্যান্য ব্যাপার খেয়াল রাখা হচ্ছে।।