জন্মদিনের শুভেচ্ছায় শুভশ্রী

নিউজ ডেস্ক , ০৪ নভেম্বর :   ৩০-শে পা দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এবারই প্রথম জন্মদিন ছেলে ইউভানের সাথে পালন করবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ইউভানের বিভিন্ন ছবি পোস্ট করছেন বাবা রাজ চক্রবর্তী। এবারে নিজের স্ত্রীর-র জন্মদিনে আবেগঘন বার্তা পোষ্ট করলেন রাজ চক্রবর্তী। কালো স্লিভলেস গাউন পরে ৩০ এর মেটালিক বেলুন হাতে ছবিতে পোজ দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী। এদিন টলিউডের সকলেই শুভেচ্ছা জানয়েছেন অভিনেত্রী শুভশ্রীকে।

Next Post

জানেন কি করভা চৌথের পেছনের পৌরাণিক কাহিনী, কেন মহিলারা এই ব্রত পালন করেন?

Thu Nov 5 , 2020
নিউজ ডেস্ক, ০৫ নভেম্বর :   করভা চৌথ শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। স্বামীর দীর্ঘায়ু কামনায় বিবাহিত মহিলারা এই ব্রত পালন করেন। উত্তর ও উত্তর পশ্চিম ভারতে এই ব্রতের প্রচলন বেশী হলেও বর্তমানে অন্যান্য স্থানেও নিষ্ঠা করে পালন করা হয় এই উৎসব।  মহিলারা তাঁদের স্বামীর দীর্ঘায়ু কামনায় নির্জলা উপবাস […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম