নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ১৮ ডিসেম্বর : চাঁদা তোলা নিয়ে তৃণমূল ছাত্র-যুবর সংঘর্ষে বৃ্হস্পতিবার রাতে উত্তেজনা হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড় এলাকা।ঘটনায় আহত হয়েছে ২ ছাত্র নেতা।জানা গিয়েছে, রাহাত আজগর নামে এক যুব তৃণমূল নেতা হরিশ্চন্দ্রপুর এর বিভিন্ন এলাকা থেকে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানের নাম করে চাঁদা তুলছিল।
যার প্রতিবাদ করে তৃণমূল ছাত্র পরিষদের নেতা প্রণব দাস এবং শেখ ছোটন।এরপরেই হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক যুব তৃণমূলের সহ সভাপতি দুর্জয় দাস ও তার কয়েজন সঙ্গী বাঁশ,ইট দিয়ে ওই দুই ছাত্র নেতাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত ছাত্র নেতা শেখ ছোটন বলেন, তৃণমূল ছাত্র পরিষদের নাম করে শেখ আজগর টাকা তুলছিল।তার প্রতিবাদ করাতেই দুর্জয় দাস ও তার দলবল মারধর করে।গন্ডগোল চলাকালীন হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক তৃনমূল যুব সভাপতি জিয়াউর রহমান ঘটনাস্থলে এলে তাকেও দুর্জয় দাস হুমকি দেয় বলে অভিযোগ। তৃণমূল যুব ব্লক সভাপতি জিয়াউর রহমান জানান, এই ঝামেলার কথা শুনে পরিস্থিতি শান্ত করতে গেলে যুব তৃণমূলের সহসভাপতি দুর্জয় দাস অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়।
দলীয় নেতৃত্বকে সমস্ত বিষয় জানানো হবে বলে জানান জিয়াউর রহমান। পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।অন্যদিকে এই ঘটনায় তৃণমূল যুব সহ সভাপতি দুর্জয় দাস সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, মারধর এবং হুমকির সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। অনুষ্ঠান আছে সেজন্যই চাঁদা তোলা হচ্ছিল। উল্টে তিনি সভাপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি এবং আর্থিক তছরুপের অভিযোগে সরব হয়েছেন। অন্যদিকে এই ঘটনাকে কটাক্ষ করে বিজেপি নেতা রূপেশ আগরওয়াল বলেছেন, নিজেদের মধ্যে সংঘর্ষের ফলেই একসময় বিলুপ্ত হয়ে যাবে তৃণমূল কংগ্রেস।