আদালতের নির্দেশে রাজ্যে ফিরছে ১০০ দিনের কাজ, ১ আগস্ট থেকে চালু

ডিজিটাল ডেস্কঃ তিন বছর বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গে আবার চালু হতে চলেছে ‘মহাত্মা গান্ধীর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম’ (MGNREGA), যা সাধারণভাবে ১০০ দিনের কাজ (100 Days Work) নামে পরিচিত। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম (T.S. Sivagnanam) এর বেঞ্চ নির্দেশ দেয়, আগামী ১ আগস্ট, ২০২৫ থেকে এই প্রকল্প ফের চালু করতে হবে।

আদালতের নির্দেশ অনুযায়ী, এই প্রকল্পের অর্থ বরাদ্দ করতে বাধ্য থাকবে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি আদালত জানিয়ে দিয়েছে, কেন্দ্র এবং রাজ্য দুই পক্ষকেই এই প্রকল্প সঠিকভাবে ও স্বচ্ছতার সঙ্গে চালাতে হবে। আদালতের স্পষ্ট বার্তা, আগের মতো যেন কোনওরকম দুর্নীতি বা অনিয়ম আর না হয়। এই নিয়ে কেন্দ্র ও রাজ্যকে বিশেষ নজরদারি করতে হবে।

আরও পড়ুনঃ নন-কমার্শিয়াল গাড়ির জন্য সুখবর, টোল দিতে হবে বছরে একবার

উল্লেখ্য, রাজ্যে ১০০ দিনের কাজ নিয়ে আগেও বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের জেরে গত তিন বছর ধরে এই প্রকল্পের অর্থ পাঠানো বন্ধ রেখেছিল কেন্দ্র। ফলে রাজ্যের বহু শ্রমজীবী মানুষ কাজের সুযোগ থেকে বঞ্চিত হন। এই পরিস্থিতিতেই রাজ্য সরকার আদালতের দ্বারস্থ হয়েছিল। বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, কেন্দ্রকে টাকা ছাড়তে হবে এবং রাজ্যে ফের প্রকল্প চালু করতে হবে।

আদালত আরও বলেছে, এই প্রকল্পের সুবিধা যেন রাজ্যের সব মানুষের কাছে পৌঁছে যায়, সেদিকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। আদালত জানিয়েছে, ১০০ দিনের কাজ অনেক মানুষের জীবিকা, তাই এই প্রকল্পে যেন আর কোনও গাফিলতি না হয়।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, “এই প্রকল্পের মাধ্যমে বহু গরিব মানুষ জীবিকার সুযোগ পান। সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। কাজের গুণমান, অর্থ বণ্টন এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে হবে।”

এই নির্দেশে স্বস্তি পেয়েছেন রাজ্যের বহু শ্রমজীবী মানুষ। আশা করা হচ্ছে, প্রকল্প চালু হলে আবার কাজের সুযোগ ফিরে পাবেন তারা।

Next Post

পাঁচ বছর পর সুশান্তের জীবনে ফিরছে বলিউড, তৈরি হচ্ছে প্রেমের গল্পের বায়োপিক

Wed Jun 18 , 2025
ডিজিটাল ডেস্কঃ পাঁচ বছর পেরিয়েও বলিউড ভক্তদের মনের মণিকোঠায় এখনও উজ্জ্বল সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। এবার তাঁর জীবনের প্রেমকাহিনি উঠে আসছে সেলুলয়েডে। সুশান্ত-রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) সম্পর্ক ঘিরেই তৈরি হতে চলেছে বায়োপিক। বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক রুমি জাফরি (Rumi Jafry) জানালেন, তিনি কাজ শুরু করেছেন সুশান্ত ও […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম