করোনার চীনা ভ্যাকসিন ভাল ও নিরাপদ, জানাল ব্রাজিলীয় বিশেষজ্ঞের দল

নিউজ ডেস্ক , ২০ অক্টোবর :  চীনের তৈরি করোনা ভ্যাকসিনকে নিরাপদ বলে ঘোষণা দিল ব্রাজিলের একদল গবেষক। সাও পাওলোর সবচেয়ে বিখ্যাত বায়োমেডিক্যাল গবেষণা সংস্থার জানাচ্ছে, ভ্যাকসিনটির দ্বিতীয় দফার ট্রায়ালে সাফল্য পাওয়া গেছে। এরপর তৃতীয় দফার ট্রায়াল শুরু হবে।

জানা গেছে, প্রায় ১৩ হাজার স্বেচ্ছাসেবকের উপর প্রয়োগ করা হয়েছিল চীনের ভ্যাকসিনটি। সাও পাওলোর গভর্নর জোয়া ডোরিয়া বলছেন, চীনের করোনা টিকার প্রথম দফায় ক্লিনিক্যাল ট্রায়াল থেকে ব্রাজিল বুঝতে পেরেছে যে এটি নিরাপদ। যদিও ডোজ নেওয়ার সময়ে কয়েকজন স্বেচ্ছাসেবক ব্যথা অনুভব করেছে। কারও মধ্যে ক্লান্তিভাবও এসেছিল।এছাড়াও তৃতীয় দফার ট্রায়ালের বিষয়ে জানানো হয়েছে যে, এতে ৯ হাজার স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন। সাও পাওলোর স্বাস্থ্যসচিবের দাবি, প্রথম দফার ট্রায়ালে মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। সব ঠিক থাকলে হয়ত আগামী ফেব্রুয়ারিতে চিনের করোনা প্রতিষেধক পৌঁছে যাবে ব্রাজিলে। ৬ কোটি ডোজ চিনের থেকে নেবে ব্রাজিল।

Next Post

শারদ উৎসবে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিলি রায়গঞ্জ সুদর্শনপুর দুর্গোৎসবে

Tue Oct 20 , 2020
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২০ অক্টোবর :   রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের প্রায় দেড় হাজার মানুষকে বস্ত্র বিতরণ করা হল মঙ্গলবার। ১ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি নয়ন দাস ও শিল্পী দাস এর উদ্যোগে এদিন রায়গঞ্জ সুদর্শনপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গনে দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেন […]

আপনার পছন্দের সংবাদ