নিউজ ডেস্ক , ২০ অক্টোবর : চীনকে চাপে রাখতে মালাবার নৌ মহড়ায় যুক্তরাষ্ট্র, জাপান, ভারতের সঙ্গে এবার যোগ দিতে চলেছে অস্ট্রেলিয়া।
নভেম্বরের শেষ দিকে, ভারত, আমেরিকা এবং জাপানের সঙ্গে বঙ্গোপসাগরে ও আরব সাগরে নৌ মহড়ায় অংশ নিতে দেখা যাবে অস্ট্রেলিয়াকেও।
‘কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়লগ’ বা “কোয়াড”—এর মহড়া এমন সময় অনুষ্ঠিত হবে যখন চীন এবং অস্ট্রেলিয়ার কূটনৈতিক বিরোধ চলছে। এছাড়া আমেরিকার সঙ্গেও বাণিজ্য নিয়ে বিরোধ রয়েছে চীনের। ভারতের সঙ্গে সীমান্ত নিয়েও চীনের বৈরিতা চলছে দীর্ঘদিন ধরে। এশিয়াজুড়ে চীনের আগ্রাসন আটকাতে ২০১৭ সালে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে ‘কোয়াড’ নামে একটি জোট গড়ে ভারত। দক্ষিণ চীন সাগরে আগ্রাসনের পাশাপাশি বিভিন্ন প্রতিবেশী দেশের সীমান্তেও বেইজিং আক্রমণাত্মক মনোভাব নিয়েছে। তা রুখতে এই জোট কার্যকর ভূমিকা নেবে বলে ধারনা বিশেষজ্ঞদের।