নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ৩ সেপ্টেম্বর : মশার বংশ বিস্তার রোধে গাপ্পি মাছের ভূমিকা অনস্বীকার্য। সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাঝে মধ্যেই গাপ্পি মাছ ছাড়া হয় বিভিন্ন জলাশয়ে। যাতে ডেঙ্গু সহ মশাবাহিত রোগের মোকাবিলা করা যায়। এবারে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে গাপ্পি মাছ বিতরণ করা হল কালিয়াগঞ্জ পুর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম পঞ্চায়েত এলাকা গুলিতে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ, যুগ্ম বিডিও, হিরণময় সরকার, উৎপল মজুমদার সহ প্রমুখ। এদিন ৮ টি অঞ্চলে গাপ্পি মাছ বিলি করা হয়। মশার লাভা ধ্বংস করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন বিধায়ক৷