করোনা আবহে ডি এন এ এবং এন এ পরীক্ষা শুরু হল, পরীক্ষার্থীদের জন্য স্পেশাল ট্রেন রেলের

নিতাই সাহা,৬ সেপ্টেম্বর : করোনা আবহের মধ্যেই রবিবার অনুষ্ঠিত হলো ন্যাশনাল ডিফেন্স একাডেমি বা এন ডি এ-র পরীক্ষা। সামাজিক দূরত্ব মেনে এবং স্যানিটেশনের পর পরীক্ষার্থীদের প্রবেশ করানো হয় পরীক্ষা কেন্দ্রগুলিতে। দিল্লির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এমনই চিত্র দেখা গেল এদিন।
ন্যাশনাল ডিফেন্স একাডেমি বা এন ডি এ-র এই পরীক্ষা পরিচালিত হয় কেন্দ্রীয় সরকারের ইউপিএসসি মাধ্যমে। এদিন এন ডি এ- র পরীক্ষার পাশাপাশি একই সঙ্গে নেভেল একাডেমির পরীক্ষাও অনুষ্ঠিত হয়৷

ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং নেভেল একাডেমির এই পরীক্ষা বছরে দু’বার অনুষ্ঠিত হয়। কিন্তু এবছর করোনা সংক্রমণের কারণে প্রথম পর্বের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। সম্প্রতি ওই দুটি পরীক্ষা নেওয়ার ব্যাপারে বৈঠকে বসে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। সিদ্ধান্ত হয় দুটি পরীক্ষা একই সঙ্গে নেওয়া হবে। সেইমতো রবিবার এই দুটি পরীক্ষার আয়োজন করে ইউ পি এস সি কর্তৃপক্ষ। করোনা সংক্রমণের কারণে পরীক্ষার্থীদের যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে কোন অসুবিধা না হয় সেব্যাপারে আগে থেকেই সতর্ক ছিল কেন্দ্রীয় সরকার। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য দেশজুড়ে ২৩ টি স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ এদিন পরীক্ষা পর্ব শুরুর আগে থেকেই পরীক্ষা কেন্দ্রের সামনে হাজির হন পরীক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয় তাঁদের৷

যদিও এদিন সমগ্র পরীক্ষা ব্যবস্থা ও পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে পরীক্ষার্থীদের মধ্যে৷

আরও পড়ুন :  ভাই শৌভিক জেলে, এবার কী তাহলে রিয়ার পালা ? জল্পনার মধ্যেই শুরু হল জিজ্ঞাসাবাদ

Next Post

এবার দুদিন মহালয়া। কোন দিন শুনতে পারবেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠ?

Sun Sep 6 , 2020
নিউজ ডেস্ক , ৬ সেপ্টেম্বর :  আগামী ১৭-ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা। একই দিনে পড়েছে মহালয়ার তিথি। আর এই দিনেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের (Birendrakrishna Bhadra) স্তোত্রপাঠে ঘুম ভাঙবে বাঙালীর। ঐ দিন সকালেই আকাশবানীতে সম্প্রচারিত হবে বাঙালীর চিরকালীন আবেগ “মহিষাসুরমর্দিনী “। প্রায় ১৯ বছর পর আশ্বিন মাসে দুর্গাপূজা হচ্ছে না। কারন এবছর […]

আপনার পছন্দের সংবাদ