নিউজ ডেস্ক , ইসলামপুর , ২৩ সেপ্টেম্বর : মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় বাঙালির অন্যতম উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি। তবে এবছর করোনা অতিমারির জেরে ভাঁটা পড়েছে সবকিছুতেই। স্বাভাবিক ছন্দ থেকে তাল কেটে গিয়েছে জনজীবনেের।
করোনার জেরে বাজেটে কাটছাঁট করে ছোটো করে পুজো করার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন পুজো কমিটি গুলি। তাই আলোকসজ্জার দিকেও সেভাবে মাথা ঘামাচ্ছেন না পুজো উদ্দোক্তারা৷ যার জেরে
তেমন কোনো অর্ডারও পায়নি ডেকোরেটরস্ ব্যবসায়ীরা। নেই রোজগার, ফলে স্বভাবতই আর্থিক সঙ্কট দেখা দিয়েছে। মেলেনি কোনো সরকারি সহায়তা, যার দরুণ সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে ইসলামপুরের ডেকোরেটরস্ ব্যবসায়ীদের। প্রতিবছর দূর্গা পূজোকে ঘিরে ডেকোরেটরস্ ব্যবসায়ীরা ব্যবসার দিক থেকে অনেকটাই লাভবান হয়ে থাকেন ।
তবে এ বছর করোনা যেনো তাদের সুখ স্বাচ্ছন্দ্য সবটাই কেড়ে নিয়েছে । তবে অন্যান্য বছরের তুলনায় এবছর করোনা প্রভাবে হচ্ছে না তেমন কোনো অনুষ্ঠান, এর ফলে আগের মতো পাচ্ছেন না কোনো অর্ডার, তাই মাথায় হাত ব্যবসায়ীদের।